গরমে শূকররাও সানস্ক্রিন লাগাচ্ছে! ছবি: সংগৃহীত
তীব্র তাপপ্রবাহ চলছে ইউরোপের একাংশ জুড়ে, আর সেই আঁচে পুড়ছে ব্রিটেনও। ইতিমধ্যেই ব্রিটেনের একাধিক স্থানে ৩৮ ডিগ্রি সেলসিয়াস টপকে গিয়েছে উষ্ণতার পারদ। আবহাওয়াবিদদের আশঙ্কা, এমন চলতে থাকলে ৪০ ছুঁতে দেরি নেই তাপমাত্রার। আর এই তাপপ্রবাহ থেকে বাঁচতে খামারের শূকরদের রীতিমতো সানস্ক্রিন লোশন মাখাচ্ছেন মালিকরা!
তাপপ্রবাহের মধ্যেই ব্রিটেনে চলছে কৃষি ও পশুপালন সংক্রান্ত অনুষ্ঠান রয়াল ওয়েলশ শো। চলবে ২১ জুলাই পর্যন্ত। এই অনুষ্ঠানে একাধিক পশুর প্রদর্শনীও চলছে। চলছে রয়াল ওয়েলশ শূকরের প্রদর্শনীও। প্রদর্শনীর উদ্যোক্তারা জানাচ্ছেন, এই শূকরগুলিকে গরম থেকে বাঁচাতে কখনও ভেজা চাদর দিয়ে রাখতে হচ্ছে গায়ে, কখনও মাখাতে হচ্ছে সানস্ক্রিন লোশন।
প্রতীকী ছবি ছবি: সংগৃহীত
উদ্যোক্তারা জানাচ্ছেন, এমনিতেই এই প্রজাতির শূকর বেশি তাপ সহ্য করতে পারে না। তাই তাপ থেকে শূকরদের বাঁচাতে ৫০ এসপিএফ-এর সানস্ক্রিন লোশন মাখানো হচ্ছে। দর্শককেও একাধিক নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন উদ্যোক্তারা। যাঁরা পশুপাখি দেখতে আসবেন, তাঁদের গা ঢাকা পোশাক বা টুপি ব্যবহার করতে বলা হচ্ছে। পর্যাপ্ত জল পান করা ও যতটা সম্ভব রোদ এড়িয়ে চলার পরামর্শও দিচ্ছেন তাঁরা।