পেঁপে খাওয়ার বিপদ ছবি: সংগৃহীত
পেঁপের অনেক গুণ। বহু ধরনের অসুস্থতাতেও চিকিৎসকরা রোগীকে পেঁপে খাওয়ানোর পরামর্শ দেন। কিন্তু পেঁপে খাওয়ার বিপদও আছে। কোন কোন ক্ষেত্রে পেঁপে খাওয়া বিপজ্জনক?
• শিশুদের নয়: এক বছরের কম বয়সের শিশুদের পেঁপে খাওয়ানো উচিত নয়। এতে তাদের হজমের সমস্যা হতে পারে।
• শ্বাসকষ্টের সমস্যায়: অনেকের ক্ষেত্রে পেঁপে শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কারণ এর একটি উপাদান কারও কারও শরীরে অ্যালার্জির সৃষ্টি করে। তাই যাঁরা শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন, তাঁদের পেঁপে এড়িয়ে চলা উচিত।
• ডায়াবিটিসের সমস্যায়: যাঁরা এই সমস্যায় ভোগেন, তাঁদের পেঁপে এড়িয়ে চলা উচিত। কারণ এতে রক্তে শর্করার মাত্রার হঠাৎ পরিবর্তন হতে পারে।
• কোষ্ঠকাঠিন্য থাকলে: যাঁদের এই সমস্যা আছে, তাঁদেরও পেঁপে এড়িয়ে চলা উচিত। কারণ বেশি পেঁপে খেলে পেটে জলের পরিমাণ কমে যায়। তাতে এই সমস্যা বাড়ে।