Weight Loss Medication

ওষুধ খেয়ে ওজন ঝরিয়েছি এতে লজ্জার কিছু নেই, অকপট টিভি সঞ্চালিকা ওপ্রা উইনফ্রি!

পরের মাসে ৭০ বছর বয়সে পা দেবেন ওপ্রা উইনফ্রি। এক সাক্ষাৎকারে সঞ্চালিকা বলেছেন, চেহারার কারণে তাঁকে সারাটা জীবন নানা প্রকার কটূক্তি শুনতে হয়েছে। সম্প্রতি ওজন ঝরানোর রহস্য ফাঁস করলেন নিজেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩ ১৩:৪২
Share:

কোন ওষুধ খেয়ে ওজন ঝরিয়েছেন ওপ্রা? ছবি: সংগৃহীত।

টিভি উপস্থাপিকা ওপ্রা উইনফ্রি সম্প্রতি তাঁর অনুরাগীদের সামনে স্বীকার করেছেন যে তিনি ওজন কমানোর ওষুধ ব্যবহার করেছেন। পরের মাসে ৭০ বছর বয়সে পা দেবেন ওপ্রা। এক সাক্ষাৎকারে সঞ্চালিকা বলেছেন, চেহারার কারণে তাঁকে সারাটা জীবন নানা প্রকার কটূক্তি শুনতে হয়েছে।

Advertisement

কী ভাবে ভারী চেহারা নিয়ে তিনি জনসমক্ষে আসেন সেই নিয়ে বছরের পর বছর ধরে নানা লোকের নানা রকম মন্তব্য শুনে এসেছেন ওপ্রা। সঞ্চালিকা বলেন, ‘‘হ্যাঁ, আমি ওষুধ খেয়ে রোগা হয়েছি এবং এই কথাটি স্বীকার করতে এখন আমার আর কোনও লজ্জা নেই। আমার প্রয়োজন ছিল তাই আমি ওষুধ ব্যবহার করেছি, লোককে দেখানোর জন্য নয়।’’

তাঁর চেহারা নিয়ে এখন কোনও রকম কথাকে গুরুত্ব দিতে নারাজ ওপ্রা। ৬৯ বছর বয়সি বলেন, ‘‘ওজন নিয়ন্ত্রণ করার জন্য ও সুস্থ থাকার জন্য চিকিৎসকের পরামর্শ নিয়েই আমি ওষুধ খেয়েছি। এই ওষুধ আমার জীবনে স্বস্তির মতো, মুক্তির মতো, উপহারের মতো। এই বিষয়টি লুকিয়ে রাখার মতো কিছুই নয়। আমার মনে হয় না এটি নিয়ে উপহাস করারও কিছু আছে।’’

Advertisement

কী ভাবে ওজন ঝরিয়েছেন ওপ্রা সে নিয়েও সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। ওপ্রা বলেন, ‘‘বিকেল ৪টের পর আমি আর কিছুই খেতাম না। সারা দিন গ্যালন গ্যালন জল খেতাম। কেবল ওষুধ খেলেই হল না, ওজন ঝরানোর জন্য মানসিক ভাবে প্রস্তুত না হলে কিন্তু কোনও লাভ হয় না।’’ ওজন ঝরানোর পর এক নতুন জীবন পেয়েছেন বলে স্বীকার করেছেন ওপ্রা। সঞ্চালিকা বলেন, ‘‘আমি হাওয়াইয়ের পাহাড়ি এলাকায় থাকি। সেখানে এক বড় পাহাড় দেখে প্রতি দিন ভাবতাম, এক দিন নিশ্চয়ই ওই পাহাড়ে চড়ব আমি। গত বছর ক্রিসমাসে আমি যে দিন সেই পাহাড়ে চড়ি, সে দিন মনে হয়েছিল আমি যেন মুক্ত পাখি।’’

ওপ্রা এমন একটি সময়ে ওজন কমানোর ওষুধ নিয়ে কথা বলেছেন যখন, তখন ওজন কমানোর ওষুধ ওজেম্পিক এবং ওয়েগোভি নিয়ে চারদিকে চর্চা শুরু হয়েছে। এই ওষুধগুলি খেলে নাকি খাওয়ার ইচ্ছে কমে যায়, তাই খুব বেশি খাবার শরীরে যায় না, ফলে সামগ্রিক ভাবে ওজন কমে। অনেক চিকিৎসকই অবশ্য বলেছেন যে, এই প্রকার ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া আছে। এর ফলে বমি বমি ভাব, ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা শুরু হতে পারে। তবে ওপ্রা কোন ওষুধ খেয়ে ওজন ঝরিয়েছেন সেই নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement