একটি কার্টুন চরিত্রের নামানুসারে বিজ্ঞানীরা নতুন এই প্রজাতিটির নাম দিয়েছেন ‘ফেরোমোসা’। ছবি- সংগৃহীত
আরশোলার নতুন এক প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে সিঙ্গাপুরে। ২০১৬ সালে কীট-পতঙ্গ নিয়ে বিশেষ একটি সমীক্ষা চলাকালীন বিশেষ এই প্রজাতিটি বিজ্ঞানীদের নজরে আসে। একটি কার্টুন চরিত্রের নামানুসারে বিজ্ঞানীরা নতুন এই প্রজাতিটির নাম দিয়েছেন ‘ফেরোমোসা’।
‘লি কং চিয়ান ন্যাচরাল হিস্ট্রি মিউজ়িয়াম’-এর তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ৩২ রকম প্রজাতির আরশোলার অস্তিত্ব জানা গিয়েছে। দেখতে এক রকম হলেও ওই প্রজাতিটির দেহের গঠন এবং অঙ্গ-প্রত্যঙ্গ অন্য আরশোলাদের থেকে আলাদা। ‘লি কং চিয়ান ন্যাচরাল হিস্ট্রি মিউজ়িয়াম’ এবং ‘ইউপিএলবি মিউজ়িয়াম ফর ন্যাচরাল হিস্ট্রি’ -র দুই গবেষক ফু মাওসেং এবং ক্রিস্টিয়ান লুকান্স তাঁদের গবেষণাপত্রে অন্তত এমনটাই উল্লেখ করেছেন।
আকারে বড় এবং সম্পূর্ণ ভিন্ন ধরনের জিন বিশিষ্ট এই আরশোলা পাওয়া গিয়েছে সিঙ্গাপুরে। ছবি- সংগৃহীত
জনপ্রিয় কার্টুন সিরিজ় ‘পোকেমন’-এর বিখ্যাত চরিত্র ‘ফেরোমোসা’র নাম অনুযায়ী আরশোলার এই প্রজাতিটির নামকরণ করা হয়েছে। আকারে বড় এবং সম্পূর্ণ ভিন্ন ধরনের জিন বিশিষ্ট এই আরশোলা দেখতে অনেকটা কার্টুনের কাল্পনিক ‘ফেরোমোসা’ চরিত্রটির মতোই।