স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে নতুন নকশার কয়েন প্রকাশ করলেন নরেন্দ্র মোদী। সোমবার।
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে সোমবার নতুন নকশার কিছু কয়েন আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাঁরা অন্ধ, তাঁদের কথা ভেবেই এই ধরনের কয়েন তৈরি করা হয়েছে বলে সরকারের তরফে জানানো হয়। চোখে না দেখতে পেলেও টাকা গুনতে আর অসুবিধা হবে না।
‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করতে তৈরি এই কয়েন শুধু স্বাধীরনতার ৭৫ বছর উদ্যাপনের জন্য বানানো হয়নি। কেন্দ্রের খবর, ব্যবহারও করা হবে এই কয়েন। কিছু দিনেই ছড়িয়ে পড়বে দেশের নানা প্রান্তে। ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা আর ২০ টাকার কয়েন তৈরি হয়েছে।
এই কয়েন প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানে সোমবার প্রধানমন্ত্রী বলেন, ‘‘নতুন ধরনের এই কয়েন তৈরির উদ্দেশ্য একটাই। সকলের জানতে হবে যে আমাদের লক্ষ হল অমৃত কাল। এই কয়েন মনে করাবে, দেশের উন্নয়নের জন্য আমাদের নিয়মিত কাজ করে যেতে হবে। অন্যদেরও উদ্বুদ্ধ করবে।’’ অর্থমন্ত্রক আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন মোদী।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।