পোকেমন পুষবেন? ছবি: সংগৃহীত
শিশু-কিশোরদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় পোকেমন। কেমন হত যদি সত্যিই এই কাল্পনিক পশুদের পাওয়া যেত হাতের কাছে? পোকেমনপ্রেমীদের সেই শখই পূরণ করেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা গ্যাব্রিয়েল ফেইতোসা।
পেশায় কুকুরের রূপটান শিল্পী গ্যাব্রিয়েল হরেক রকম সাজে সাজিয়ে তোলেন পোষা সারমেয়দের। কুকুরের লোম ও নখ কেটে দেওয়া থেকে পছন্দসই রঙে রাঙানো সবই করেন তিনি। সম্প্রতি একটি সাদা রঙের পুডল কুকুরকে আরক্যানাইন নামক একটি আগুন রঙা পোকেমনের মতো করে সাজিয়ে তোলেন তিনি। নেটমাধ্যমে রীতিমতো ভাইরাল সেই ছবি। তবে কুকুরদের রং করতে কোনও কৃত্রিম রং ব্যবহার করেন না। ব্যবহার করেন সম্পূর্ণ ভোজ্য ও ভিগান রং।
৩০ বছর বয়সি গ্যাব্রিয়েল যখন প্রথম এই পেশায় আসেন, তখন তাঁর বয়স মাত্র ১২। ব্রাজিলের একটি ছোট্ট দোকানে হাতেখড়ি হয় তাঁর। কিন্তু নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়েই এখন শীর্ষস্থানীয় গ্রুমারদের মধ্যে অন্যতম তিনি। বর্তমানে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে নিজের গ্রুমিং সালোঁ রয়েছে তাঁর।
গ্যাব্রিয়েল ফেইতোসা।