Dog

Dog Grooming: কুকুরকে বদলে করে দেন পোকেমন, সারমেয়দের রূপটান শিল্পী ইনি

পেশায় কুকুরের রূপটান শিল্পী গ্যাব্রিয়েল হরেক রকম সাজে সাজিয়ে তোলেন পোষা সারমেয়দের।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২২ ১৯:২৯
Share:

পোকেমন পুষবেন? ছবি: সংগৃহীত

শিশু-কিশোরদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় পোকেমন। কেমন হত যদি সত্যিই এই কাল্পনিক পশুদের পাওয়া যেত হাতের কাছে? পোকেমনপ্রেমীদের সেই শখই পূরণ করেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা গ্যাব্রিয়েল ফেইতোসা।

Advertisement

পেশায় কুকুরের রূপটান শিল্পী গ্যাব্রিয়েল হরেক রকম সাজে সাজিয়ে তোলেন পোষা সারমেয়দের। কুকুরের লোম ও নখ কেটে দেওয়া থেকে পছন্দসই রঙে রাঙানো সবই করেন তিনি। সম্প্রতি একটি সাদা রঙের পুডল কুকুরকে আরক্যানাইন নামক একটি আগুন রঙা পোকেমনের মতো করে সাজিয়ে তোলেন তিনি। নেটমাধ্যমে রীতিমতো ভাইরাল সেই ছবি। তবে কুকুরদের রং করতে কোনও কৃত্রিম রং ব্যবহার করেন না। ব্যবহার করেন সম্পূর্ণ ভোজ্য ও ভিগান রং।

৩০ বছর বয়সি গ্যাব্রিয়েল যখন প্রথম এই পেশায় আসেন, তখন তাঁর বয়স মাত্র ১২। ব্রাজিলের একটি ছোট্ট দোকানে হাতেখড়ি হয় তাঁর। কিন্তু নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়েই এখন শীর্ষস্থানীয় গ্রুমারদের মধ্যে অন্যতম তিনি। বর্তমানে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে নিজের গ্রুমিং সালোঁ রয়েছে তাঁর।

Advertisement

গ্যাব্রিয়েল ফেইতোসা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement