bizarre

Scary Animal: দেখা মাত্রই মেরে ফেলুন! বিজাতীয় প্রাণীর আতঙ্কে সতর্কবার্তা বিজ্ঞানীদের

দেখতে পেলেই একটি প্রাণীকে মেরে ফেলার পরামর্শ দিচ্ছেন ব্রিটেনের বিজ্ঞানীরা। কিন্তু কেন এমন কথা বলছেন তাঁরা?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২২ ১৫:২০
Share:

কিসের এত ভয়? ছবি: সংগৃহীত

নজরে পড়লেই পাথর দিয়ে থেঁতলে দিন মাথা। কিংবা ছুরি বসিয়ে দিন মস্তিষ্কে। বিজাতীয় একটি প্রাণীকে দেখলেই এমন কাজ করার পরামর্শ দিচ্ছেন ব্রিটেনের পরিবেশবিদরা। প্রাণীটির নাম ‘আমেরিকান সিগনাল ক্রেফিশ’। কিন্তু কেন এমন কথা বলছেন বিজ্ঞানীরা?

Advertisement

ক্রেফিশ কিছুটা চিংড়ির মতো একটি প্রাণী। নদীর জলে বাস। আমেরিকা, ব্রিটেন-সহ পৃথিবীর বহু দেশেই অত্যন্ত জনপ্রিয় খাবার এই ক্রেফিশ। ১৯৭০ সালে ব্রিটেনে ক্রেফিসের মড়ক দেখা দেয়। তখনই আমেরিকা থেকে একটি বিশেষ প্রজাতির ক্রেফিশ আমদানি করা হয় ব্রিটেনে। কিন্তু আমদানি করা এই প্রাণীটিই এখন ব্রিটেনের স্থানীয় ক্রেফিশের প্রজাতিকে একেবারে ধ্বংস করে দিচ্ছে বলে জানাচ্ছেন পরিবেশবিদরা।

ব্রিটেনে যে ক্রেফিশ পাওয়া যায়, তার রং সাদা। আকারেও অনেকটাই ছোট। অন্য দিকে, আমেরিকা থেকে আনা ক্রেফিশগুলি আকারে প্রায় ১ ফুট লম্বা হতে পারে। বড় ক্রেফিশের আগমনে ও অধিক প্রজননের ফলে ইতিমধ্যেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ব্রিটেনের সাদা ক্রেফিশের প্রায় ৯০ শতাংশ। বিজ্ঞানীদের আশঙ্কা অবিলম্বে আমেরিকার ক্রেফিশের সংখ্যা নিয়ন্ত্রণ না করা হলে অচিরেই একেবারে বিলুপ্ত হয়ে যাবে ব্রিটেনের নিজস্ব ক্রেফিশের প্রজাতিটি। সে কারণেই দেখা মাত্র আমেরিকার ক্রেফিশগুলিকে মেরে ফেলতে বলছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement