ছবি- অফিশিয়ালসহিউম্যানসঅফবম্বে।
খড়্গপুর আইআইটির প্রাক্তনী, অঙ্কিত যোশী সম্প্রতি তাঁর সমাজমাধ্যমে সদ্যোজাতের সঙ্গে ছবি দিয়ে সকলকে জানিয়েছেন যে, খুদের সঙ্গে সময় কাটাতে তিনি তাঁর লক্ষাধিক টাকা বেতনের চাকরিটি নির্দ্বিধায় ছেড়ে দিয়েছেন।
কিছু দিন আগেই অঙ্কিত একটি বহুজাতিক সংস্থার ‘সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট’ পদে নিযুক্ত হয়েছিলেন। অঙ্কিত বলেন, “ইচ্ছা থাকলেও সবাই যে আমার মতো এমন ভাবে হঠকারি সিদ্ধান্ত নিতে পারবেন, তা নয়। তবে আমার মনে হয়, এই এক মাস যাবৎ আমি যে সময় কাটাচ্ছি, তা আমার সারা বছরের নানা ব্যস্ততার চেয়ে ঢের সন্তুষ্টির। এমনকি, সন্তান জন্মানোর আগেই আমি এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।”
এই চাকরিতে নিযুক্ত হওয়ার আগে থেকেই অঙ্কিত জানতেন যে তাঁকে কর্মসূত্রে অনেকটা সময় নিজের শহরের বাইরে থাকতে হবে। কিন্তু তাঁর মন পড়ে থাকবে মেয়ের কাছেই। অঙ্কিতের স্ত্রী আকাঙ্ক্ষাও তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন।
“স্পিতির জন্মের পর আমিও কাজ থেকে লম্বা বিরতি চাইছিলাম। কিন্তু আমি যে সংস্থায় এবং যে পদে কাজ করি, সেখান থেকে বার বার ছুটি চাওয়াও সম্ভব ছিল না,” বলেন অঙ্কিত। মেয়ের জন্মের পর আকাঙ্ক্ষা এবং অঙ্কিত, দু’জনের জীবনেই এক নতুন অধ্যায় শুরু হয়েছে। কাজ সামলেও আকাঙ্ক্ষা তাঁর মাতৃত্বকালীন ছুটি পেয়েছেন। কিন্তু অঙ্কিতের জন্য এমন কোনও ছুটির ব্যবস্থা নেই। “আকাঙ্ক্ষা যে ভাবে কাজ এবং মায়ের ভূমিকা পালন করছে, তা দেখে আমার সত্যিই ভাল লাগে। কাজ সামলে আমি তো মেয়ের সঙ্গে থাকতে পারব না। তাই এই সিদ্ধান্ত,” বক্তব্য অঙ্কিতের।
তবে কয়েক মাসের বিরতি নিয়ে আবার নতুন কোনও সংস্থায় যোগ দেবেন বলেও জানিয়েছেন অঙ্কিত। তাঁর এই ছবি এবং বার্তা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অভিনন্দনের জোয়ার এবং মন্তব্যের বন্যা বইছে। অঙ্কিতের এই সিদ্ধান্তে, শ্রদ্ধায় মাথানত হয়ে এসেছে নেটাগরিকদের। কেউ আবার পিতৃত্বকালীন ছুটির জন্য জোর সওয়াল করেছেন।
শুধু অঙ্কিতই নয়, কিছু দিন আগেই মেয়ের বাবা হয়েছেন অভিনেতা রণবীর কপুর। প্রথম বার মেয়ের স্পর্শ পেয়ে চোখের জল বাঁধ মানেনি তাঁরও।