Bizzare

শুভ সংখ্যা সাত, তাই সাত জন তরুণীকে বিয়ে করেন যুবক! কী ভাবে সামলাচ্ছেন সুখের সংসার?

সপ্তাহের সাত দিন ভিন্ন সাত তরুণীর সঙ্গে কাটানো মুহূর্তগুলি বেশ উপভোগ করেন অ্যালেক্স মারিন। এর আগেও ২০২১ সালে সংবাদে শিরোনামে উঠে এসেছিল অ্যালেক্সের নাম। তী কারণে এত জনপ্রিয়তা তাঁর?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৬
Share:

সপ্তাহের সাত দিনে সাত স্ত্রী। —প্রতীকী ছবি।

এক, দু’টি নয়, সাত সাত জন স্ত্রী নিয়ে সংসার অ্যালেক্স মারিনের। সপ্তাহের সাত দিন ভিন্ন সাত তরুণীর সঙ্গে কাটানো মুহূর্তগুলি বেশ উপভোগ করেন তিনি। এর আগেও ২০২১ সালে সংবাদে শিরোনামে উঠে এসেছিল অ্যালেক্সের নাম। সেই সময় একই সঙ্গে তিন মহিলাকে বিয়ে করেছিলেন তিনি। তার পর কেটে গিয়েছে দু’টি বছর। এরই মাঝে আরও চার জন তরুণীকে মনে ধরেছে তাঁর। ইতিমধ্যে তাঁদের সঙ্গেও বিয়ে সেরে ফেলেছেন তিনি। অ্যালেক্স পেশায় অভিনেতা।

Advertisement

একটি পডকাস্টে এসে অ্যালেক্স তাঁর অভিনব প্রেম কাহিনি ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। তিনি বলেন, ‘‘তিন জন স্ত্রী ছিল বলেই আমি জনপ্রিয় হয়ে‌ছিলাম। তবে এখন আমার সাত জন স্ত্রী। ভাবছেন নিশ্চয়ই কেন সাত জনকে বিয়ে‌ করেছি? আসলে আমি জীবনে একঘেয়েমি চাই না। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি— সপ্তাহের সাত দিনে সাত জনের সঙ্গে সময় কাটাব বলেই এই সিদ্ধান্ত নিয়েছি।’’

এক, দু’টি নয়, সাত সাত জন স্ত্রী নিয়ে সংসার অ্যালেক্স মারিনের। ছবি: সংগৃহীত।

অ্যালেক্স জানিয়েছেন, সাত স্ত্রীর মধ্যে এক জনের সঙ্গেই তার আইনি বিয়ে হয়েছে। পডকাস্টে অ্যালেক্সকে প্রশ্ন করা হয়, তিনি কি আরও বিয়ে করবেন? অ্যালেক্স বলেন, ‘‘না, সাত আমার কাছে শুভ নম্বর। তাই সাতটি বিয়ে করেছি। আর বিয়ে করার কোনও পরিকল্পনা নেই আমার।’’

Advertisement

কী ভাবে একসঙ্গে সাত জনকে সামলান তিনি? জবাবে অভিনেতা বলেন, ‘‘সাত জনের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। ওরা আমাকে নিয়েই লড়াই করে সর্ব ক্ষণ। আমি কিন্তু বিষয়টি বেশ উপভোগ করি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement