Cardiac Arrest

মুম্বইয়ে সমুদ্রের ধারে জগিংয়ের সময়ে আচমকা মৃত্যু বৃদ্ধের, তদন্তে পুলিশ

প্রত্যেক দিনের মতোই মেরিন ড্রাইভে সকাল সকাল জগিং করত বেরিয়েছিলেন বছর ৬১-র এক বৃদ্ধ। পরে তাঁরই দেহ উদ্ধার হয়।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ ১৭:৫৩
Share:

মেরিন ড্রাইভে মৃত্যু। ছবি- সংগৃহীত

মুম্বইয়ের মেরিন ড্রাইভে রহস্যজনক ভাবে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যেক দিনের মতোই মেরিন ড্রাইভে সকাল সকাল জগিং করত বেরিয়েছিলেন বছর ৬১-র এক বৃদ্ধ। পরে তাঁরই দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশের অনুমান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

কোভিড-পরবর্তী সময়ে আচমকা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা নজরে পড়ছে অনেক। কখনও বরকে মালা পরাতে গিয়ে ছাঁদনাতলায় কনে মৃত্যুর কোলে ঢোলে পড়ছেন, আবার কখনও হুমড়ি খেয়ে ঈশ্বরের মূর্তির উপরেই পড়ে জ্ঞান হারাচ্ছেন কেউ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement