Bizarre

মৃত্যুর পরেও যায়নি আক্রোশ! প্রাক্তন স্ত্রীর কবরে মূত্রত্যাগ করতে গিয়ে ধরা পড়লেন প্রবীণ

২০১৭ সালে মারা যাওয়া এক মহিলার সমাধিতে মল-মূত্র ত্যাগ করতে গিয়ে ধরা পড়লেন এক বৃদ্ধ। ৭০-এর দশকে ওই ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল মহিলার। ঠিক কী কারণে এমন কাণ্ড ঘটালেন তিনি, নিশ্চিত নন কেউই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ২০:৫৫
Share:

মৃতার সমাধির উপর মূত্রত্যাগ করছেন তাঁর প্রাক্তন স্বামী! ছবি: সংগৃহীত

২০১৭ সালে ৬৬ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান আমেরিকার নিউ ইয়র্কের অরেঞ্জটাউনের বাসিন্দা টোরেল্লো নামের এক মহিলা। মৃত্যুর পর একটি চার্চের নিকটবর্তী কবরস্থানে সমাধিস্থ করা হয় তাঁকে। তাঁর বোন ও সন্তানরা প্রায়শই যেতেন সমাধিস্থলে। কিন্তু মাঝেমধ্যেই তাঁদের নজরে আসত, টোরেল্লোর সমাধির পাশে পড়ে রয়েছে মল। প্রথম প্রথম পাত্তা না দিলেও পরে সেখানকার ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তাঁরা। যা দেখা গেল, তাতে চোখ কপালে ওঠার উপক্রম। দেখা যায় মৃতার সমাধির উপর মূত্রত্যাগ করছেন তাঁর প্রাক্তন স্বামী!

Advertisement

মৃতার ছেলে অ্যাণ্ড্রু মারফি সংবাদমাধ্যমে জানান, ৭০-এর দশকে ওই ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর মায়ের। কিন্তু অন্তঃসত্ত্বা থাকাকালীন মাকে ছেড়ে চলে যান তিনি। তার পর আর স্ত্রী বা সন্তানের সঙ্গে কোনও রকম যোগাযোগ রাখেননি তিনি। মায়ের মৃত্যুর এত বছর পর কোন অক্রোশ থেকে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত নন তাঁরা। বিষয়টি দেখার পর পুলিশে খবর দেওয়া হয়। তবে এখনও অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ, দাবি তাঁদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement