Malala Yousafzai

Malala Yousafzai: স্বামীর সঙ্গে ইদের ছবি দিলেন মালালা ইউসুফজাই, উৎসবে কেমন সাজলেন নোবেলজয়ী

বিয়ের পর প্রথম ইদ। এই দিনটি আলাদা ভাবেই উদ্‌যাপন করলেন মালালা ইউসুফজাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২২ ১৮:১৬
Share:

মালালা ইউসুফজাই।

ইদের দিনে সকলেই খুশির মেজাজে। নোবেলজয়ী মালালা ইউসুফজাইও অনুগামীদের জন্য পাঠালেন উৎসবের শুভেচ্ছা। নেটমাধ্যমে ভাগ করে নিলেন নতুন ছবিও।

Advertisement

ইদের সেই ছবিতে মালালাকে দেখা গেল একেবারে অন্য রকম সাজে। স্বামী আসের মালিকের সঙ্গে উৎসবের মেজাজে ছবি তুলেছেন তিনি। দম্পতির মুখে হালকা হাসি।

Advertisement

স্বামী আসের মালিকের সঙ্গে ইদের সাজে মালালা।

২০২১ সালের ৯ নভেম্বর বিয়ে করেন মালালা। বিয়ের সময়ে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি দেখা গিয়েছিল। তবে সাধারণত তিনি নেটমাধ্যমে নিজের কাজের ছবিই ভাগ করে নেন অনুগামীদের সঙ্গে। সমাজ সম্পর্কে কোনও বার্তা দেওয়ার থাকলে, তা-ই দেখা যায় মালালার নেটমাধ্যমের পাতায়।

বিয়ের সাজে দম্পতি।

বিয়ের পর প্রথম ইদ। এই দিনটি আলাদা ভাবেই উদ্‌যাপন করলেন তিনি। শিফনের হলুদ সালোয়ার-কামিজে দেখা দিলেন নোবেলজয়ী। পাশে নীল পাঠান স্যুটে হাসিমুখে দাঁড়িয়ে আসের। এখন ইংল্যান্ডে থাকেন দম্পতি। সেখানেই সবুজ বাগানের মাঝে তাঁদের ইদের সাজ আরও উজ্জ্বল হয়ে উঠল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement