Makeup Remove Tips

Makeup: তাড়াতাড়ি লিপস্টিক-আইশ্যাডো তুলতে হবে? হেঁশেলের তিনটি জিনিস সাহায্য করতে পারে

মেকআপ তোলার জন্য ব্যবহার করতে পারেন রান্নাঘরের কয়েকটি জিনিস। সহজেই মেকআপ উঠবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২১ ১৯:৫৩
Share:

প্রতীকী ছবি।

পুজোর সময়ে বেলায় বেলায় সাজ বদলানো হয়। এক বেলার শাড়ির সঙ্গে অন্য বেলার লিপস্টিক-আইশ্যাডো অনেক সময়েই মানায় না। তাই ঝটপট তুলতে হয় মেকআপও। যাঁরা এই সাজগোজ করেন, তাঁরা জানেন এই কাজটি কত কঠিন। সযত্নে নিজেকে সাজানোর চেয়ে ঢের বেশি কঠিন হল সেই সাজ তোলা।
কিন্তু পুজোর সময়ে বহু কঠিন কাজই সহজ করে নিতে হয়। সাজ তো কম হতে দেওয়া চলে না। মেকআপ তোলার জন্য ব্যবহার করতে পারেন রান্নাঘরের কয়েকটি জিনিস। সহজেই মেকআপ উঠবে। আর ত্বকেরও ক্ষতি কম হবে।
কী কী ব্যবহার করা যায়?

Advertisement

মধু ত্বক থেকে মেকআপ তুলতে সাহায্য করে।

১) একটি পরিষ্কার কাপড়ে মধু নিন। তার উপর বেকিং সোডা ছড়িয়ে দিন। এ বার তা আস্তে আস্তে চোখ-মুখে ঘষে নিন। মুখের সব রং উঠে যাবে। সব শেষে হাল্কা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন।
২) দুধ হল আর একটি ভাল জিনিস। মুখ পরিষ্কার করা যায় দুধ দিয়েও। তুলোয় দুধ দিয়ে সযত্নে মুছলে ত্বক ভাল হবে আবার মেকআপ উঠবে ঝটপট।
৩) অতিরিক্ত মেকআপ করলে ত্বকের নানা ধরনের সমস্যা হয়। সে কারণেই বিভিন্ন প্রসাধনী সামগ্রীতে শসার রস ব্যবহার করা হয়। নিজের ঘরেই শসার রস তৈরি করে তা দিয়ে মুখ পরিষ্কার করলে, ত্বক সুস্থ থাকবে আবার পরিষ্কারও হবে ভাল ভাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement