মাস্কারা লাগানোর আগে কিছু নিয়ম জেনে নিন। ছবি: সংগৃহিত
বহু তারকা চোখে মাস্কারার দু’টো কোট না লাগিয়ে বাড়ি থেকেই বেরোন না। অন্য কোনও মেকআপ না করলেও তাঁরা মাস্কারা লাগাবেনই। এর কারণও রয়েছে। কোনও মেকআপ ছাড়াও যদি আপনি শুধু মাস্কারা লাগান, নিমেষে আপনার চেহারা বদলে যেতে পারে। চোখের পাতা আরও ঘন কালো টানা টানা হয়ে যায় মাস্কারার জাদুতে। তাই পরের জুম মিটিংয়ের আগে আপনিও মাস্কারা লাগিয়ে বসতে পারেন। তবে রোজ এটা লাগালে চোখের পাতার ক্ষতি হয়। সেই ক্ষতি এড়ানোরও রাস্তা রয়েছে। জেনে নিন কী করে।
চোখের পাতার আর্দ্রতা
চোখের পাতার আর্দ্রতা বজায় থাকলে মাস্কারা ক্ষতি করবে কম। কিন্তু সাধারণ ময়েশ্চারাইজার তো চোখের পাতায় লাগানো যায় না। তাই ভ্যাসলিনের মতো কোনও পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন। মাস্কারা এবং চোখের পাতার মাঝে একটি স্তর তৈরি হওয়ায় আপনার চোখের পাতা সুরক্ষিত থাকবে।
ভাল মানের মাস্কারা
কোনও ব্র্যান্ডের মাস্কারা ব্যবহার করছেন, সেটাও দেখা জরুরি। একটু ভাল মানের প্রসাধনী ব্যবহার করলে চোখের পাতার ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে। আবার চোখের চারপাশে কোনও রকম সংক্রমণ হওয়ার ভয়ও থাকে না।
মেয়াদকাল দেখে নিন
আপনার প্রসাধনীর মেয়াদকাল শেষ হয়ে যায়নি তো? প্যাকেটের গায়ে এক্সপাইরি ডেট যা লেখা থাকে, সেটা ভাল করে মিলিয়ে নিন। পুরনো প্রসাধনী ব্যবহার করা ত্বকের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।
আলতো ভাবে মাস্কারা তুলুন
মাস্কারা তোলার সময় তুলো দিয়ে খুব বেশি ঘষাঘষি করবেন না। বরং তুলোর ক্লিনজিং ওয়াটার নিয়ে চোখের উপর চেপে রাখুন কয়েক সেকেন্ড। তারপর আলতো হাতে মুছে নিন। বেশি ঘষাঘষি করলে চোখের পাতাও উঠে চলে আসবে।
চোখ ডলবেন না
মাস্কারা লাগানোর পর চোখে বারবার হাত দেওয়া বা চোখ ডলার অভ্যাস ত্যাগ করুন। এতে চোখের পাতা উঠে আসার প্রবণতা বাড়ে।