কী ধরনের সোনার গয়না এ বছর ফ্যাশনে ‘ইন’? ছবি: শাটারস্টক।
নজিরবিহীন দাম সোনার। তবু ধনতেরস। এমন দিনে সোনার গয়না কেনার ইচ্ছা, অভ্যাস অনেকেরই থাকে। কলকাতায় আজ খুচরো পাকা সোনার (১০ গ্রাম ২৪ ক্যারাট) দাম গত দিনের তুলনায় ৪৫০ টাকা কমে হয়েছে ৭৯,০০০ টাকা। হলমার্ক গয়নার সোনা (২২ ক্যারাট) ৫০০ টাকা কমে দাঁড়িয়েছে ৭৫,১০০ টাকা।
অনেকের বিশ্বাস, ধনতেরসের দিন সোনা কিনলে ধনদেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। ঘরে সমৃদ্ধি আনতে তাই অনেকেই সোনার গয়না কেনেন। অনেকে মনে করেন ওই দিন সোনা কিনলে বাড়ির শ্রীবৃদ্ধি হবে। সোনা সব সময়েই একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য বিনিয়োগ হিসাবে বিবেচিত হয়। সোনার দাম সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। তাই সোনায় বিনিয়োগ করা সব সময়েই বুদ্ধিমানের কাজ। তাই ভবিষ্যতের কথা ভেবে ধনতেরসের দিন সোনায় বিনিয়োগ করাই যায়। তা ছাড়া, সোনার গয়না কিনতে হলে ধনতেরসের দিনটি বেছে নেওয়া আরও একটি কারণে লাভজনক। ওই দিন বিভিন্ন দোকানে সোনার গয়নার মজুরির উপর বড় অঙ্কের ছাড় দেওয়া হয়। তাই ওই দিন গয়না কিনলে খরচ অনেকটাই কম হয়। তাই বছরের আর পাঁচটা দিনের থেকে এই দিনটায় সাধারণত সোনার দোকানগুলির বাইরে চোখে পড়ে উপচে পড়া ভিড়। এ বছর উৎসবের মরসুমে কেমন গয়না কেনার চল বেশি, চড়া দামকে উপেক্ষা করেও কি কেনাকাটায় মন দিতে পেরেছে মানুষ? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।
ধনতেরসের বাজারে চাহিদা বেড়েছে কম দামের হালকা সোনার গয়নার। ছবি: সংগৃহীত।
এ বছর দামের চাপ কমাতে দৈনন্দিন ব্যবহারের জন্য হালকা গয়নার দিকেই বেশি ঝুঁকছেন ক্রেতারা। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের কর্মচারী সুমি মণ্ডল বলেন, ‘‘ভারী গয়নার চাহিদা এ বার কমেছে। বিভিন্ন বয়সি গ্রাহকেরা এসেই প্রথমে হালকা গয়নার খোঁজ করছেন। কেউ চাইছেন ব্রেসলেট, তো কেউ পছন্দ করছেন রোজের পরার চেন। ধনতেরসের বাজার ভালই হয়েছে, তবে দামের কারণে মানুষের পছন্দটা বদলে গিয়েছে শুধু।’’ হাতিবাগানের সেন ব্রাদারস্-এর কর্ণধার শুভজিৎ দাশগুপ্ত বলেন, ‘‘এ বছর ধনতেরসের বাজার খুব যে খারাপ এমনটা বলা যায় না। বিক্রি ভালই হচ্ছে। তবে বেশির ভাগ গ্রাহকই একটা নির্দিষ্ট বাজেট মাথায় নিয়ে আসছেন, আমাদের কাছে দাবি করেছেন ওই দামেই তাঁদের পছন্দসই গয়না বানিয়ে দিতে হবে। ফলে হালকা নকশার দিকেই ঝুঁকছেন তাঁরা। এ বছর তাই আমরা কম ওজনের নতুন কী কী নকশা আনা যায়, সে দিকেই বেশি নজর দিয়েছি।’’ অঞ্জলি জুয়েলার্সের কর্মী সুব্রত বসু বলেন, ‘‘আমাদের দোকানে বরাবরই হালকা সোনার গয়না কেনার চাহিদা বেশি ছিল। দাম অল্প হলেও দেখতে ভারী লাগবে, এমন গয়নার চল এ বার আরও বেড়েছে।’’
অঞ্জলি জুয়েলার্সে মেয়ের বিয়ের গয়না কিনতে এসেছিলেন সুমিতা হালদার। বিয়ের জন্যও কি হালকা গয়নার খোঁজ করছেন তিনি? জবাবে সুমিতা বলেন, ‘‘মেয়ে কর্পোরেট জগতে কর্মরতা। বেশির ভাগ সময়টা অফিসেই কাটে ওর। ওর নিজের একটু হালকা ধাঁচের গয়নাই পছন্দ। তবু বিয়ে বলে কথা, একটু ভারী গয়না না দিলেই নয়। তাই নেকলেস, বালার পাশাপাশি ওর পছন্দ অনুযায়ী মঙ্গলসূত্র, রোজ পরা যায় এমন ব্রেসলেট, কানের দুলও কিনেছি। ধনতেরসের সময়ে গয়নার মজুরিতে ভাল ছাড় পাওয়া যায়, সোনার চড়া দামের মধ্যে ওইটুকুই যা স্বস্তি।’’
দাম বাড়লেও ধনতেরসে সোনার গয়না কেনার ধুম ভালই চোখে পড়ছে। তবে হালকা সোনার গয়নার মধ্যে এ বছর কোন কোন গয়না কেনা যেতে পারে, বাজারে কোন গয়নার চাহিদা বেশি, এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।
পকেটসই দামে পলার গয়নাতেই হয়ে উঠুন অনন্যা। ছবি: সংগৃহীত।
পলার গয়না: পলার গয়না এখন ফ্যাশনে ভীষণ ‘ইন’। সোনা বাঁধানো পলার নেকলেস, কানের দুল, লকেট, আংটি পছন্দ অনুযায়ী কিনে ফেলতেই পারেন। আধ গ্রাম থেকে ১ গ্রামের মধ্যে আংটি পেয়ে যাবেন। দাম পড়বে ৮ হাজার থেকে দশ হাজার টাকা। পলার লকেট ও কানের দুল পেয়ে যাবেন ১ থেকে ২ গ্রামের মধ্য। দাম পড়বে ৮ থেকে ১৬ হাজার টাকা। দিনের বেলার যে কোনও অনুষ্ঠানের সাজে পলার গয়নায় হয়ে উঠতে পারেন অনন্যা।
হালকা সোনার গয়নাতেই ভরাট দেখাবে গলা। ছবি: সংগৃহীত।
ক্রিসটাল নেকপিস: ১ গ্রাম থেকে ২ গ্রামের মধ্যে সোনায় বাঁধানো ক্রিস্টালের নেকপিস পেয়ে যেতে পারেন। দাম পড়বে ৮ হাজার থেকে ১৬ হাজারের মধ্যে। বিয়েবাড়ি হোক কিংবা অনুষ্ঠান বাড়ি— সাজ সম্পূর্ণ করতে এই ধরনের একটি নেকপিস কিন্তু বানিয়ে ফেলতেই পারেন।
ধনতেরসে কিনতে পারেন হালকা ওজনের সোনার লকেট। ছবি: সংগৃহীত।
লকেট: হালকা ওজনের একটি লকেটও কিনে ফেলতে পারেন ধনতেরসে। ২ গ্রাম থেকে ৩ গ্রামের মধ্যে অধুনিক নকশা করা সোনার লকেট পেয়ে যাবেন। ১৬ থেকে ২৫ হাজারের মধ্যে ভাল লকেট পেয়ে যাবেন। ছিমছাম সাজ পছন্দ হলে সরু চেনের সঙ্গে এ রকম লকেট পরে নিলেই সাজ একেবারে সম্পূর্ণ।
বাঙালির হাতেও এখন চোখে পড়ছে মঙ্গলসূত্র ব্রেসলেট। ছবি: সংগৃহীত।
মঙ্গলসূত্র ব্রেসলেট: কেবল গলায় নয়, এখন হাতেও মঙ্গলসূত্র পরার চল উঠেছে। অফিসে খুব বেশি ভারী গয়না না পরতে চাইলে এমন একটি মঙ্গলসূত্র ব্রেসলেট কিনে ফেলতেই পারেন। ৩ গ্রাম থেকে ৫ গ্রামের মধ্যে পেয়ে যাবেন এ ধরনের ব্রেসলেট। দাম পড়বে ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা।
মুক্তো আর সোনার মিশেলেই সাজ হবে সম্পূর্ণ। ছবি: সংগৃহীত।
মুক্তোর গয়না: হালকা সোনার গয়নার খোঁজ করলে সোনা বাঁধানো মুক্তোর গয়নাও পছন্দের তালিকায় রাখতে পারেন। মুক্তোর চোকার এখন অনেকেই পছন্দ করছেন। ২ থেকে ৩ গ্রামের মধ্যেই পেয়ে যাবেন এমন গয়না। দাম পড়বে ১৬ থেকে ২৫ হাজারের মধ্যে। ঢাকাই হোক কিংবা সিল্ক, সব ধরনের সাবেকি শাড়ির সঙ্গেই ভাল মানাবে এই গয়না।