Top 6 Indian Movies releasing diwali 2024

দীপাবলির মরসুমে এক ঝাঁক ছবি! বলিউড না দক্ষিণী, কার পাল্লা ভারী? টিকিট বুকিং সেরেছেন তো?

এই বছর দীপাবলিতে হিন্দি এবং দক্ষিণী ছবির প্রতিদ্বন্দ্বীর তালিকা কিন্তু বেশ দীর্ঘ! বিগ বাজেটের একাধিক ছবি মুক্তি পাচ্ছে এই দীপাবলির মরসুমে।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৬:৫০
Share:
০১ ০৭

উৎসবের মেজাজ আর সঙ্গে ভাল সিনেমা, সিনেপ্রেমী বাঙালিদের আর কী চাই! হতাশ করেনি বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রি। এই বছর দীপাবলিতে হিন্দি এবং দক্ষিণী ছবির প্রতিদ্বন্দ্বীর তালিকা কিন্তু বেশ দীর্ঘ! বিগ বাজেটের একাধিক ছবি মুক্তি পাচ্ছে এই দীপাবলির মরসুমে। তাহলে আর কী! আলোর উৎসব আরও জমে উঠুক এই ছবিগুলির সঙ্গে।

০২ ০৭

ভুলভুলাইয়া ৩- ‘রুহবাবা’কে ছাড়া তো দীপাবলি অসম্পূর্ণ! সামনেই তো ভূতচতুর্দশী। তবে পর্দায় ভূতেদের দেখা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আগামী ১ নভেম্বরই বড় পর্দায় মুক্তি পাচ্ছে কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিমরি অভিনীত ছবি ‘ভুলভুলাইয়া ৩’। তবে ছবির মূল আকর্ষণ ‘দ্য ওজি’ মঞ্জুলিকা অর্থাৎ বিদ্যা বালন এবং সেই সঙ্গে ‘ধক ধক’ গার্লের যুগলবন্দি!

Advertisement
০৩ ০৭

সিংহম আগেন- দীপাবলিতেই মুক্তি পাচ্ছে অজয় দেবগনের ‘সিংহম আগেন’। ছবিটি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা দর্শক মহলে। ছবির কাস্টিংয়েও রয়েছে বেশ চমক। রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোন, করিনা কপূর থেকে শুরু করে অক্ষয় কুমার, অর্জুন কপূর- কে না নেই ছবিতে! ‘সিংহম’ ফ্রাঞ্চাইজির এই ছবি কতটা মনে ধরে দর্শকদের এখন সেটাই দেখার।

০৪ ০৭

ব্রাদার- যদি দক্ষিণী সিনেমার ভক্ত হন, তা হলে ছুটির দিকে দেখে আসতেই পারেন জয়ম রবি অভিনীত ছবি ‘ব্রাদার’। আদ্যোপান্ত ‘কমেডি-ড্রামা’ ঘরানার ছবি পুজোর মরশুমের সঙ্গে বেশ মানানসই।

০৫ ০৭

কাঙ্গুভা- একদিকে দক্ষিণী তারকা সুরিয়া এবং অন্যদিকে বলিউডের ববি দেওল! আসন্ন ছবি ‘কাঙ্গুভা’কে কেন্দ্র করে ভক্তদের উচ্ছ্বাস আকাশচুম্বী। ছবিতে রয়েছেন বলি অভিনেত্রী দিশা পটানিও। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ১৪ নভেম্বর।

০৬ ০৭

আমরণ- প্রয়াত তরুণ ভারতীয় সৈনিক মেজর মুকুন্দ ভরদারাজন এসির জীবনীকে কেন্দ্র করে তৈরি এই ছবি মুক্তি পাচ্ছে আগামী ৩১ অক্টোবর। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা শিব কার্তিকেয়ন।

০৭ ০৭

লাকি ভাস্কর- একই দিনে মুক্তি পাচ্ছে দুলকের সলমন এবং মীনাক্ষী চৌধুরী অভিনীত ছবি ‘লাকি ভাস্কর’। ১৯৮০ দশকের প্রেক্ষাপটে তৈরি এই ছবি আবর্তিত হবে একজন রহস্যময় ব্যাংকার এবং তাঁর জীবনীকে কেন্দ্র করে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement