সোনু নিগম। ছবি: সংগৃহীত।
অনুষ্ঠানের মাঝে অনুরাগীদের লাগামছাড়ার আবেগ বিভিন্ন সময় দেখেছেন শিল্পীরা। কখনও অনুরাগীরা ফোন ছুড়েছেন কারও দিকে, কেউ আবার হাত ধরে টেনে ধরেছেন শিল্পীর। এ বার এমনই এক ঘটনা ঘটল সোনু নিগমের সঙ্গে। মঞ্চে তখন ‘রব নে বনা দি জো়ড়ি’র গান গাইছেন তিনি। এক অনুরাগী রীতিমতো তেড়ে আসেন গায়কের দিকে। তবে তাঁকে পাশ কাটিয়ে লাফ মেরে সরে যান সোনু। গোটা ঘটনায় একবারের জন্যও গান তো থামাননি সোনু। এক মুহূর্তের জন্য নড়চড় হয়নি সুরের। গায়কের এমন বুদ্ধিমত্তার প্রশংসা করছেন নেটাগরিকেরা।
সম্প্রতি রাজস্থানের কোটায় গানের অনুষ্ঠানে গিয়েছিলেন সোনু। মঞ্চে সোনু একের পর এক গান গাইছেন। ‘রব নে বানা দি জোড়ি’র ‘ফির মিলেঙ্গে চলতে চলতে’ গাইছেন। এমন সময় এক ব্যক্তি মঞ্চে উঠে পড়েন। বেশ তির বেগে ছুটে আসেন সোনুর দিকে। ঠিক সেই মুহূর্তে দেখা যায়, গায়ক পাশ কাটিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা ওই দর্শককে ধরে নিয়ে যান প্রায় পাঁজাকোলা করে। সোনুর গানে এক ফোঁটাও প্রভাব ফেলতে পারেনি এই ঘটনা। যদিও এই ঘটনার পর গায়ক-গায়িকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আর একটি কথা বলাবলি করছেন নেটাগরিকরা। যদিও সেটা অরিজিৎ বলেছিলেন সোনু নিগম সম্পর্ক। তিনি নাকি কখনও সুর ছাড়েন না। সেটাই যেন প্রমাণ করলেন গায়ক।