COVID 19

মা-মেয়ের যুগলবন্দি দেখে আপ্লুত নেটাগরিকরা, নেটমাধ্যমে ছেয়ে গেল এই মিষ্টি ভিডিয়ো

প্রতি মুহূর্তে কোনও না কোনও দুঃসংবাদ পাওয়া যায়। তারই মাঝে মা-মেয়ের গানের ভিডিয়ো নেটাগরিকদের মন হালকা করল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১১:২৭
Share:

মা ও মেয়ের গান গাওয়ার সেই দৃশ্য। ছবি: টুইটার

কোভিডের দ্বিতীয় ঢেউ নিয়ে দেশ তোলপাড়। প্রতি মুহূর্তে কোনও না কোনও দুঃসংবাদ পাওয়া যায়। তারই মাঝে মা-মেয়ের গানের ভিডিয়ো নেটাগরিকদের মন হালকা করল। অরিজিৎ সিংহ এবং অলকা যাজ্ঞিকের গাওয়া ‘জব তুম সাথ হো’ গান গেয়ে শোনালেন মা-মেয়ে। মা ইউকেলেলি বাজিয়ে গান গাইছেন। এবং পাশে তাঁর ছোট্ট কন্যা মায়ের সঙ্গে তাল মিলিয়ে গাইছে। আবার সে হাত দিয়ে গানের সঙ্গে তালও মেলাচ্ছেন পেশাদার সঙ্গিতশিল্পীদের মতোই!

Advertisement

এই ভিডিয়ো নিমেষে ছেয়ে যায় নেটমাধ্যমে। টুইট করেন অনেকেই। তার মধ্যে রয়েছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীও। এমনিতে গানটি ইমতিয়াজ আলি পরিচালিত ‘তামাশা’ ছবির। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর কপূর এবং দীপিকা পাড়ুকোন। অনেক নেটাগরিক গানটি দেখে মন্তব্য করেছেন, মা মেয়ে গাওয়ায় গানের আমেজটাই বদলে গিয়েছে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement