COVID-19

১৪ দিন ধরে যোগ ব্যায়াম শিখতে পারেন মলাইকা অরোরার কাছে থেকে। জেনে নিন কী ভাবে

সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে তিনি যোগ ব্যায়ামের প্রচুর ভিডিও পোস্ট করছেন অনুগামীদের জন্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০২১ ১৮:২১
Share:

মলাইকা নিজে কোভিডের সঙ্গে লড়াই করতে নানা রকম নিঃশ্বাসের ব্যায়াম ও আসন করতেন নিয়মিত। ফাইল চিত্র

গত বছর কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার পর থেকে যোগ ব্যায়ামেই ভরসা রেখেছেন মলাইকা অরোরা। লকডাউনের সময় নাকি একদিনও তিনি ফাঁকি দেননি যোগাভ্যাস থেকে। সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে তিনি যোগ ব্যায়ামের প্রচুর ভিডিও পোস্ট করছেন অনুগামীদের জন্য। কোনওটা শরীরের নমনীয়তা বাড়ানোর জন্য, কোনওটা উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য, আবার কোনওটা কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার জন্য। মলাইকার নিজস্ব অ্যাপ ডাইনলোড করলে অবশ্য আপনি পুরো ১৪ দিনের যোগা প্রশিক্ষণও পেয়ে যাবেন।

Advertisement

মলাইকা নিজে কোভিডের সঙ্গে লড়াই করতে নানা রকম নিঃশ্বাসের ব্যায়াম ও আসন করতেন নিয়মিত। সেগুলির হদিস পেয়ে যাবেন তাঁর অ্যাপে। কয়েকটি আসনের ভিডিও আপনি বিনামূল্যে দেখতে পাবেন। অভিনেত্রীর ইনস্টাগ্রামেও রয়েছে বেশ কয়েকটা ভিডিও।

মলাইকা বরাবরই শরীর-সচেতন। তাঁর ছিপছিপে শরীরের রহস্য লুকিয়ে আছে তাঁর ওয়ার্কআউট রুটিনে। সঙ্গে কঠিন অধ্যাবসায়। তবে অতিমারিতে তিনি গুরুত্ব দিচ্ছেন যোগ ব্যায়ামে। কারণ শুধু শারীরিক ভাবেই নয়, মানসিক ভাবেও সুস্থ থাকার প্রয়োজন এই কঠিন সময়, এমনটাই মত মলাইকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement