প্রতীকী ছবি।
স্বাস্থ্যের জন্য অল্প মাত্রার নুন অপরিহার্য। এটা আমাদের সকলেরই জানা। খাবারের স্বাদ বৃদ্ধিতেও নুনের জুড়ি মেলা ভার। কিন্তু স্বাস্থ্য এবং খাবার ছাড়াও নুনকে আরও অনেক ভাবে কাজে লাগানো যেতে পারে। নুনেন এই গুণের কথা অনেকেরই অজানা।
দুর্গন্ধ দূর করতে: পাতিলেবুর রসের সঙ্গে পরিমাণ মতো নুন মিশিয়ে নিন। তারপর দুর্গন্ধযুক্ত পোশাকে তা লাগিয়ে কিছু ক্ষণ সূর্যের আলোয় রেখে দিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন।
আরও পড়ুন: বর্ষার আলস্য কাটাতে এই খাবারগুলো কম খান
বাসন পরিষ্কার করতে: তেলের আস্তরণ পড়ে গিয়েছে এমন পাত্রের গায়ে নুন লাগিয়ে রাখুন। তাতে কিছুটা জল দিন। ২০ মিনিট এই ভাবে রেখে দেওয়ার পর ধুয়ে ফেলুন। তেল চিটচিটে ভাব অনেকটাই কমে যাবে।
জুতোর গন্ধ দূর করতে: বর্ষাকালে এই সমস্যায় অনেকেই পড়েন। এর থেকে রেহাই পেতে জুতোয় নুন ছড়িয়ে রাখুন কিছু ক্ষণ। নুন জুতো থেকে সমস্ত আর্দ্রতা শুষে নেবে। জুতো থেকে গন্ধ দূর হয়ে যাবে।