CSIR Jobs

ন্যাশনাল বটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে কর্মখালি, আটটি শূন্যপদে হবে নিয়োগ

নিযুক্তরা প্রতি মাসে ১৮ হাজার টাকা থেকে শুরু ৬৭ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক হিসাবে পাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৩:১৬
Share:

ন্যাশনাল বটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থার বিভিন্ন পদে কর্মখালি। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিয়োগের শর্তাবলি জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্তদের ন্যাশনাল বটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের আটটি শূন্যপদে নিয়োগ করা হবে। প্রসঙ্গত, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি সিএসআইআর-এর অধীনে কর্মরত।

Advertisement

প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট সায়েন্টিস্ট— এই পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ১৮ হাজার টাকা থেকে শুরু ৬৭ হাজার টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে। নিযুক্তদের কেন্দ্রীয় অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে।

উল্লিখিত পদে কাজের চাহিদা অনুযায়ী, পদার্থবিদ্যা, প্রাণিবিদ্যা-সহ বিজ্ঞান শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর থেকে শুরু করে ডক্টরাল ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ করা হবে। তবে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি শাখায় স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

২৮ এবং ২৯ নভেম্বর ইন্টারভিউয়ের মাধ্যমে উল্লিখিত পদে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য আলাদা করে আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন। আগ্রহীদের সরাসরি ন্যাশনাল বটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে নির্ধারিত দিনে উপস্থিত থাকতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement