দুই সন্তানকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে। —প্রতীকী চিত্র।
নিজের দুই সন্তানকে গ্যাস ওভেনর উপর বসিয়ে ঝলসে হত্যা করলেন মা! আমেরিকার আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ওই মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, সন্তানদের ইচ্ছাকৃত ভাবে ওভেনের উপর বসিয়ে দিয়েছিলেন তিনি। ঝলসে মৃত্যু হয়েছে দুই শিশুর। তার পর নিজেই পুলিশে খবর দেন ওই মহিলা। নিজের দোষ অস্বীকারও করেছিলেন প্রাথমিক ভাবে। দীর্ঘ দিন ধরে এ বিষয়ে তদন্তকারীদের তিনি বিভ্রান্ত করেছেন বলে অভিযোগ।
আমেরিকার আটলান্টা প্রদেশের বাসিন্দা ২৪ বছরের লামোরা উইলিয়ামস। তিনি তিন সন্তানের জননী ছিলেন। ২০১৭ সালে তাঁর দুই সন্তানের মৃত্যু হয় গ্যাস ওভেনে পুড়ে। তাদের বয়স ছিল যথাক্রমে এক এবং দুই বছর। এক ঘণ্টার ব্যবধানে তাদের হত্যা করা হয় বলে অভিযোগ। ঘটনার সাত বছর পর হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছেন তাদের মা।
তদন্তকারীদের বক্তব্য, সন্তানদের খুনের পর জরুরি বিভাগের নম্বরে ফোন করে নিজেই খবর দিয়েছিলেন ওই মহিলা। জানিয়েছিলেন, তিনি বাড়িতে ছিলেন না। ফিরে দেখছেন দুই সন্তান নিথর অবস্থায় পড়ে আছে। এক জনের মাথা জ্বলন্ত গ্যাস ওভেনের উপরে রাখা। স্বামীকে ভিডিয়ো কলের মাধ্যমেও সেই দৃশ্য দেখান তিনি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুই শিশুর দেহ উদ্ধার করে।
দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, কেউ ইচ্ছাকৃত ভাবে দুই শিশুকে ওভেনের আগুনের উপর বসিয়ে না দিলে এই ধরনের মৃত্যু সম্ভব নয়। দু’জনের দেহেই তাপের তারতম্য ঘটে গিয়েছিল। দীর্ঘ ক্ষণ আগুনের উপর না থাকলে যা সম্ভব নয়।
২০১৭ সালের ১২ অক্টোবর সন্তানদের খুনের অভিযোগে গ্রেফতার করা হয় তাদের মাকে। তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে এবং জেনেশুনে হত্যার অভিযোগ আনা হয়। যদিও বিচারপ্রক্রিয়া চলাকালীন দীর্ঘ সময় ধরে এই অভিযোগ অস্বীকার করে গিয়েছেন মহিলা। অভিযুক্তের মা জানিয়েছেন, তাঁর কন্যা মানসিক সমস্যায় ভুগছেন। জেলেও তাঁকে নজরে রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।