সাদা জামাকাপড় ধবধবে রাখবেন কী করে? ছবি: সংগৃহীত
গরমে সাদা জামা পরতে অনেকেই পছন্দ করেন। তার কারণ, এতে গরম কম লাগে। কিন্তু ঘামের কারণে এই জামা অল্প দিনেই হলদে হয়ে যায়। বার বার কেচেও নতুনের মতো ধবধবে রং ফিরে আসে না। কিন্তু সেই রং ফিরিয়ে আনা সম্ভব।
সাদা জামার ধবধবে রং ফিরিয়ে আনতে হলে কাচার সময়ে কয়েকটি নিয়ম মাথায় রাখতে হবে।
• সাদা জামা অন্য কোনও রঙের জামাকাপড়ের সঙ্গে কাচবেন না। তাতে সেই কাপড়ের রং সাদা জামায় লেগে যেতে পারে। পরে সেই রং তোলা মুশকিল হয়ে দাঁড়ায়।
• সাদা জামার কোথাও কোনও দাগ লাগলে, সেখানে ডিটারজেন্ট বা কাপড় কাচার সাবান আগে মাখিয়ে নিন। তার পরে টুথব্রাশ দিয়ে ভাল করে রগড়ে ধুয়ে নিন সেই জায়গাটি। তাতে অন্যত্র সেই দাগ ছড়িয়ে পড়ার আশঙ্কা কমবে।
• হাল্কা গরম জলে সাদা জামাকাপড় কাচুন। তাতে হলদে ভাব কমবে। সাদা রং উজ্জ্বলও হবে।
• সাদা পোশাক কাচার আগে লেবুর রসে ভিজিয়ে নিলে হলদে ভাব কমবে। সাবানের সঙ্গে আধ কাপ লেবুর রস মিশিয়ে সেই মিশ্রণে সাদা পোশাক ডুবিয়ে রাখুন। মিনিট ১৫ এ ভাবে রাখার পরে কেচে নিন।
• হলদে ভাব কিছুতেই কমছে না? সাদা কাপড় কাচার আগে জলে কিছুটা ভিনিগার মিশিয়ে চুবিয়ে রাখুন। তার পরে কেচে নিন। এতে হলদে ভাব কমবে।
• সাদা কাপড় কাচার পরে কড়া রোদে শুকিয়ে নিন। তাতেও কমবে হলদে ভাব।