মদ বিক্রিতে নতুন রেকর্ড। ছবি: সংগৃহীত।
যিশুর জন্মদিন বলে কথা। প্রসাদে কেক, কুকির সঙ্গে সুরা থাকবে না, তা কী করে হয়? অবশ্য খানাপিনার ক্ষেত্রে উৎসব তো উপলক্ষ মাত্র। সে কথাই আরও এক বার প্রমাণিত হল। মদ বিক্রিতে নয়া রেকর্ড গড়ল কেরল। বড়দিন উপলক্ষে ৩ দিনে ১৫৪ কোটি ৭৭ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে সে রাজ্যে। কেরল স্টেট বেভারেজ কর্পোরেশন বা ‘বেভকো’ থেকে পাওয়া পরিসংখ্যান অন্তত তেমনটাই বলছে।
তাদের দেওয়া রিপোর্টে বলা হয়েছে, চলতি বছর ক্রিসমাস ইভ অর্থাৎ, ২৪ ডিসেম্বর রাতে প্রায় ৭০ কোটি ৭৩ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ১ কোটি ১৮ লক্ষ টাকা বেশি। বড়দিনের আমেজ চলে সপ্তাহ জুড়ে। মূল দিনগুলিতে মদের দোকানে অহেতুক ভিড় হয়। তাই সেই সব ঝক্কি এড়াতে আগে থেকে বাড়িতে মদের বোতল মজুত করেন অনেকে। ক্রিসমাস আসার দিন দুয়েক আগে থেকেই বিক্রিবাটা ভালই হয়। সেই প্রথা বজায় রেখে ২২ এবং ২৩ ডিসেম্বর, দু’দিনে সেই রাজ্যে মদ বিক্রি হয়েছে ৮৪ কোটি ৪ লক্ষ টাকার। যা গত বছরের তুলনায় প্রায় ৮ কোটি ৬৩ লক্ষ টাকা বেশি।
খাবারের পাশাপাশি সুরার প্রতি মানুষের টান যে বাড়ছে, তা বলাই বাহুল্য। আবার সপ্তাহ খানেকের মধ্যেই আসছে নতুন বছর। ‘নিউ ইয়ার ইভ’, ক্রিসমাসের পরিসংখ্যানকে ছাড়িয়ে যায় কি না, সেটাই দেখার।