কর্নাটকে তামাকজাত দ্রব্য কেনার নয়া আইন। ছবি: শাটারস্টক।
রাজ্যে আর হুক্কা বার চালানো যাবে না, এমনই সিদ্ধান্ত নিল কর্নাটকের সরকার। শুধু তা-ই নয়, কর্নাটকে ২১ বছরের নীচে সিগারেট কেনার উপরেও নিষেধাজ্ঞা জারি করতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার করনাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও এবং ক্রীড়া ও যুব পরিষেবা মন্ত্রী বি নগেন্দ্র যৌথ ভাবে এমনই ঘোষণা করেছেন।
আগে কর্নাটকে তামাকজাত দ্রব্য কেনার সর্বনিম্ন বৈধ বয়স ছিল ১৮ বছর। মন্ত্রীরা জানালেন, নয়া সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য রাজ্যের সিগারেট ও অন্যান্য তামাকজাত দ্রব্য আইন শীঘ্রই সংশোধন করা হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘মন্দির ও স্কুল ছাড়াও হাসপাতালের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা হবে। যুবকরা হুক্কা বারের প্রতি ভীষণ ভাবে আকৃষ্ট হচ্ছে। এই প্রবণতা তাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভাল নয়। তরুণ-তরুণীদের স্বাস্থ্যের কথা ভেবেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।’’ স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘‘এ বার থেকে কর্নাটকে ২১ বছরের কম বয়সি যুবকদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রিও নিষিদ্ধ করা হবে। ধূমপানের পরেই তরুণরা মাদক ও মাদকদ্রব্যের প্রতি আকৃষ্ট হচ্ছে। প্রথমে তামাকজাত দ্রব্যের প্রতি আকর্ষণ, আর সেখান থেকেই তৈরি হচ্ছে মাদকাশক্তি। সরকার তাই সমস্যাটিকে মূলেই শেষ করে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে।’’