Besharam Rang

‘বেশরম রং’ নিয়ে দেশ জুড়ে বিতর্কের মাঝেই বিদেশের মাটিতে একই নাচ! ভাইরাল সেই ভিডিয়োও

সম্প্রতি ‘বেশরম রং’ গানের সঙ্গে এক জাপানি তরুণীর এই নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো দেখে প্রশংসা করেছেন এই গানের গায়িকা শিল্পা রাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ১৪:০২
Share:

ইনস্টাগ্রামের পাতায় প্রথম ওই জাপানি তরুণীর নাচের ভিডিয়োটি দেখা যায়। ছবি: সংগৃহীত

মুক্তির প্রথম থেকেই শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানটি বিতর্কের মুখে। তবে শুধু বিতর্ক নয়, প্রভূত জনপ্রিয়তাও পেয়েছে শিল্পা রাও-এর গাওয়া এই গানটি। অনেকেই এই গানটির সঙ্গে ‘রিলস’ বানিয়েছেন। দীপিকার মতো শরীরী বিভঙ্গ সামাজিক মাধ্যমের পাতায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ইনস্টাগ্রাম, ফেসবুক ঘাঁটলেই সেগুলি চোখে পড়বে। সম্প্রতি এক জন জাপানি তরুণীর এই গানের সঙ্গে নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছে। ‘কাঁচা বাদাম’ গানে নেচেছিল আসমু্দ্র হিমাচল। এ বার সেই তালিকায় যুক্ত হল ‘বেশরম রং’।

Advertisement

ইনস্টাগ্রামের পাতায় প্রথম ওই জাপানি তরুণীর নাচের ভিডিয়োটি দেখা যায়। গানের দৃশ্য দীপিকা পরেছিলেন বিকিনি, তবে ওই তরুণীর পরনে ছিল লাল রঙের নেটের জামা এবং কালো ট্রাউজার। পোশাকের মিল না থাকলে, দীপিকার মতোই অবিকল নাচছেন তিনি। সঙ্গে রয়েছে ‘শাহরুখ খান’ও। তবে উন্মুক্ত শরীরে নয়, রীতিমতো কোট-প্যান্ট-টাই পরা ‘পাঠান’। এই নাচের ভিডিয়ো দেখে স্বয়ং প্রশংসা করেছেন ‘বেশরম রং’-এর গায়িকা শিল্পা রাও। ইনস্টাগ্রামের পাতায় ওই তরুণীর নাচের ভিডিয়োতে নিজের ভাললাগার কথা জানিয়ে গায়িকা লেখেন , ‘‘তোমার নাচ খুব ভাল লেগেছে।’’ শিল্পার কাছ থেকে প্রশংসিত হয়ে রীতিমতো আপ্লুত ওই তরুণী। প্রত্যুত্তরে গায়িকাকে ধন্যবাদ জানিয়েছেন ভাইরাল হওয়া তরুণী।

মুক্তির প্রথম থেকেই শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানটি বিতর্কের মুখে। তবে শুধু বিতর্ক নয়, প্রভূত জনপ্রিয়তাও পেয়েছে শিল্পা রাও-এর গাওয়া এই গানটি। অনেকেই এই গানটির সঙ্গে ‘রিলস’ বানিয়েছেন। দীপিকার মতো শরীরী বিভঙ্গ সামাজিক মাধ্যমের পাতায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ইনস্টাগ্রাম, ফেসবুক ঘাঁটলেই সেগুলি চোখে পড়বে। সম্প্রতি এক জন জাপানি তরুণীর এই গানের সঙ্গে নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছে। ‘কাঁচা বাদাম’ গানে নেচেছিল আসমু্দ্র হিমাচল। এ বার সেই তালিকায় যুক্ত হল ‘বেশরম রং’।

Advertisement

ইনস্টাগ্রামের পাতায় প্রথম ওই জাপানি তরুণীর নাচের ভিডিয়োটি দেখা যায়। গানের দৃশ্য দীপিকা পরেছিলেন বিকিনি, তবে ওই তরুণীর পরনে ছিল লাল রঙের নেটের জামা এবং কালো ট্রাউজার। পোশাকের মিল না থাকলে, দীপিকার মতোই অবিকল নাচছেন তিনি। সঙ্গে রয়েছে ‘শাহরুখ খান’ও। তবে উন্মুক্ত শরীরে নয়, রীতিমতো কোট-প্যান্ট-টাই পরা ‘পাঠান’। এই নাচের ভিডিয়ো দেখে প্রশংসা করেছেন স্বয়ং ‘বেশরম রং’-এর গায়িকা শিল্পা রাও। ইনস্টাগ্রামের পাতায় ওই তরুণীর নাচের ভিডিয়োতে নিজের ভাল লাগার কথা জানিয়ে গায়িকা লেখেন , ‘‘তোমার নাচ খুব ভাল লেগেছে।’’ শিল্পার কাছ থেকে প্রশংসিত হয়ে রীতিমতো আপ্লুত ওই তরুণী। প্রত্যুত্তরে গায়িকাকে ধন্যবাদ জানিয়েছেন ভাইরাল হওয়া তরুণী।

‘মায়োজাপান’ নামে একটি ইনস্টাগ্রামের পাতায় প্রথম প্রকাশ্যে আসে নাচের এই ভিডিয়োটি। দু’দিনের মধ্যে প্রায় এক লক্ষ মানুষ দেখে ফেলেছেন এই ভিডিয়োটি। পছন্দের চিহ্নের সংখ্যা প্রায় লক্ষ ছুঁইছুঁই। অনেকেই প্রাণঢালা প্রশংসা করেছেন ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement