করোনায় আক্রান্ত বৈদ্যনাথ চক্রবর্তী। ছবি: সংগৃহীত
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী। আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) বা নলজাতক নিয়ে গবেষণার ক্ষেত্রে নামজাদা এই চিকিৎসকের বর্তমান বয়স ৯২ বছর। বৃহস্পতিবার দুপুরে তাঁর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, কোভিডে আক্রান্ত হয়েছেন তিনি। ভর্তি হয়েছেন সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে। যদিও তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। কিন্তু বয়সের কারণেই তাঁকে নিয়ে কিছুটা চিন্তায় চিকিৎসকেরা।
কৃত্রিম উপায়ে প্রজননের ক্ষেত্রে বৈদ্যনাথ চক্রবর্তী সারা ভারতেই পরিচিত নাম। ১৯৮৬ সালে তিনি এই বিষয়ে গবেষণা এবং চিকিৎসার জন্য ‘ইনস্টিটিউট অব রিপ্রোডাকটিভ মেডিসিন’ নামক প্রতিষ্ঠানটি তৈরি করেন। পরবর্তী সময়ে তা তিনি ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ’ বা ‘আইসিএমআর’-এর হাতে তুলে দেন।
জানা গিয়েছে, মূত্রনালীর সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালে গিয়েছিলেন। তাঁর জ্বর ছিল। এর পরে কোভিড পরীক্ষা করানো হলে, তাতে ধরা পড়ে করোনার সংক্রমণের কথা।