হাসপাতালে যাওয়ার আগে মিলিয়ে নিন চেকলিস্ট। ছবি: সংগৃহীত
বাড়িতে থেকে কোভিডের চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না? সে ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হতেই হবে। কিন্তু মনে রাখবেন, এক বার হাসপাতালে যাওয়ার অর্থ, সেখানে কত দিন থাকতে হবে, আপনি জানেন না। তাই যাওয়ার আগে প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিয়ে যাওয়াই ভাল।
এখন প্রত্যেক হাসাপাতালের উপরই অতিরিক্ত চাপ। তাই অন্য সময়ে হাসপাতালগুলিতে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া যা, এখন তা নাও পাওয়া যেতে পারে। তাই দেখে নিন, কী কী জিনিস সঙ্গে রাখতেই হবে।
রোজকার জিনিস:
নিতেই হবে:
নিরাপদে থাকতে:
ওষুধপত্র:
কোভিড চিকিৎসার ওষুধ তো বটেই, পাশাপাশি নিয়মিত অন্য কোনও ওষুধ খেলে, সেটাও সঙ্গে নিতে হবে।
আরামের জন্য:
এখন হাসপাতালে খুবই টানাটানি অবস্থা। চাইলেও আপনাকে অথিরিক্ত চাদর বা বালিশ দেওয়া সম্ভব নয়। তাই এগুলিও সঙ্গে নিন।
সময় কাটাতে:
বইয়ের চেয়ে ভাল রাস্তা আর কিছুই হতে পারে না। প্রিয় ১-২টি বই সঙ্গে রাখুন হাসপাতালে যাওয়ার সময়।