সস্তায় চিনা ফোন কি আর মিলবে না? ছবি: সংগৃহীত
কয়েক দিন ধরেই চলছিল জল্পনা, ভারতে নাকি নিষিদ্ধ হয়ে যেতে চলেছে ১২ হাজার টাকার কম মূল্যের চিনা স্মার্টফোন। ভারতে মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকা স্মার্টফোনের বাজারের সিংহভাগই চিনের বিভিন্ন মোবাইল প্রস্তুতকারী সংস্থার দখলে। তাই ভারতীয় সংস্থাগুলিকে জায়গা করে দিতেই সরকার এ হেন সিদ্ধান্ত নিতে পারে বলে শোনা যাচ্ছিল।
ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েনের ছায়া প্রযুক্তিগত ক্ষেত্রে পড়তে দেখা গিয়েছে আগেও। তথ্য চুরির অভিযোগে বিভিন্ন সময়ে বেশ কিছু চিনা অ্যাপ নিষিদ্ধ করতে দেখা গিয়েছে ভারত সরকারকে। সম্প্রতি বেশ কয়েকটি চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থার অফিসে হানা দেয় প্রশাসন। তবুও চিনা ফোন নিষিদ্ধ করার জল্পনা ছড়িয়ে পড়তেই অবাক হয়েছিলেন অনেকে। কারণ, এখনও স্বল্প ও মাঝারি মূল্যের স্মার্টফোনের ক্ষেত্রে ভারতের কোনও ব্র্যান্ড খুব একটা দাগ কাটতে পারেনি।
প্রতীকী ছবি।
তবে সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে, একেবারেই সত্যি নয় এই জল্পনা। চিনা ফোন নিষিদ্ধ করা নিয়ে কোনও রকম আলোচনাই হয়নি বলে খবর সরকার সূত্রে। ফলে এখনই ১২ হাজার টাকার চিনা ফোন নিষিদ্ধ হয়ে যাবে, এমন ভাবনার খুব একটা ভিত্তি নেই।