কোভিডে আক্রান্ত গলা? ছবি: সংগৃহীত
করোনার দ্বিতীয় ঢেউ ফের আতঙ্ক বয়ে এনেছে। চার পাশে যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে মানুষ আরও সজাগ হতে বাধ্য হয়েছেন। জ্বর, কাশি এবং স্বাধ-গন্ধ চলে যাওয়া যদিও এই রোগের সবচেয়ে বড় উপসর্গ, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আরও নতুন ধরনের উপসর্গ। বিশেষ করে, রূপ পরিবর্তিত ভাইরাসের ক্ষেত্রে। অনেক কোভিড আক্রান্তই জানিয়েছেন, তাঁদের গলা ভেঙে গিয়েছিল। বা গলে বসে কণ্ঠস্বর বদলে গিয়েছিল।
কখন চিন্তিত হবেন
গলা ভাঙলেই কি চিন্তার বিষয়? তেমন নয়। ধরুন, গরমের চোটে দেদার ঠান্ডা জল খেয়েছেন ফ্রিজ থেকে বার করে। কিংবা মিল্কশেকে বরফের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিল। সন্ধেবেলা স্নান সেরে ভিজে গায়ে শীততাপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে ঢুকে পড়েছেন। এই ধরনের পরিস্থিতিতে আপনার গলা এমনিই ভাঙতে পারে। তবে মাথায় রাখতে হবে যে, হঠাৎ বিনা কারণে গলা ভাঙলে সেটা চিন্তার বিষয়। যেহেতু কোভিড মূলত শ্বাসনালীর রোগ, আপনার স্বরযন্ত্রও তার অংশ। তাই গলার স্বরে কোনও অস্বস্তিকর বদল হলে তা কোভিডের উপসর্গ হতেই পারে।
কী করণীয়