অন্দরসজ্জায় ওয়ালপেপারের গুরুত্ব বাড়ছে। ছবি: সংগৃহীত
এখনকার বাড়ি সাজানোয় ওয়ালপেপারের একটা মস্ত ভূমিকা রয়েছে। ঘরের চরিত্রই বদলে দিতে পারে একটা সুন্দর ওয়ালপেপার। তবে ওয়ালপেপার বাছার সময়ে কতগুলো জিনিস খেয়াল করলে বাড়ির রূপ আরও খুলবে।
১) মেঝের রং, পর্দার রং, আসবাব কী হবে এটা আগে ভেবে ফেলুন। সেই অনুপাতে ঘরে কী রকম ওয়ালপেপার ভাল লাগবে, তা বাছতে হবে।
২) যে দেওয়ালে সেই কাগজ লাগাবেন, সেটি ঠিকমতো পরীক্ষা করুন। ভিতর দিয়ে জলের কোনও রকম হাল্কা প্রবাহ গিয়েছে কিনা, দেখুন। তা হলে কখনওই ওয়ালপেপার লাগাবেন না। সে ক্ষেত্রে দেওয়ালে সুন্দর কোনও রং দিতে পারেন বা মার্বেল বসাতে পারেন।
৩) অন্দরসজ্জার বিশেষজ্ঞকে দিয়ে ওয়ালপেপারের রং নির্বাচন করুন। না হলে জায়গা অনুপাতে ঠিক রং না-ও বাছা হয়ে থাকতে পারে। যেমন গাঢ় রঙের ওয়ালপেপার ঘরের আলো কম করে দিতে পারে।
৪) বর্গফুট অনুযায়ী ওয়ালপেপার কম থেকে বেশি, সব রকম দামের হয়। তাই নিজে ওয়ালপেপারের জন্য কত ব্যয় করবেন, সেটা আগে হিসেব করে নিন। তার পরে ওয়ালপেপার বাছুন। এখন সিল্ক, পলিস্টার, ফাইবার-সহ নানা উপাদানের ওয়ালপেপার বাজারে পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে দামি হল সিল্ক।
৫) রান্নাঘর সাজাতেও ওয়ালপেপার ব্যবহার করতে পারেন। তবে যে ওয়ালপেপার জলে ধোয়া যায়, তেমন কিছু ব্যবহার করতে হবে।
৬) এক রঙা ওয়ালপেপার ঘরে একটা বেশ গোছানো ভাব এনে দেয়। তাই একাধিক রঙের দিকে না গিয়ে, এক রঙা ওয়ালপেপার বাছাই ভাল।