২১ বছর বয়সি কায়রা ভারতের প্রথম কাল্পনিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ছবি: সংগৃহীত
‘ব্ল্যাক মিরর’, ‘লাভ ডেথ অ্যান্ড রোবটস’— এর মতো ছবিতে শুধু নয়, বাস্তবেও কাল্পনিক নেটতারকারা বেশ জনপ্রিয় হয়ে উঠছেন। ২১ বছর বয়সি কায়রা ভারতের প্রথম কাল্পনিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তার অনুগামীর সংখ্যা ৯৫ হাজার। বড় বড় ব্যবসায়িক সংস্থাগুলি নেটমাধ্যমে নিজেদের প্রচার করার জন্য এই ধরনের কাল্পনিক প্রভাবীদের সাহায্য নেয়। কায়রার জন্ম সেই উদ্দেশ্যেই। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিমাংশু গোয়েলেরই মস্তিষ্কপ্রসূত কায়রা। হিমাংশুর কথায় ‘‘কায়রাকে আমরা সম্পূর্ণ ব্যবসার অংশ হিসাবে ব্যবহার করার জন্য তৈরি করেছিলাম। কিন্তু নেটমাধ্যমে এত জনপ্রিয় হয়ে উঠবে আশা করিনি। আমাদের সংস্থা ছাড়াও ও স্বাধীন ভাবে অন্য কোনও সংস্থার সঙ্গেও কাজ করতে পারে। সে ক্ষেত্রে আমাদের সংস্থার নামটি কায়রার প্রোফাইলের সঙ্গে আর থাকবে না’’।
কায়রা অত্যন্ত সুন্দরী। তবে প্রশংসার পাশাপাশি ট্রোলও হতে হয়েছিল তাকে। অনেকেই ইনস্টাগ্রামে কায়রার ছবিতে অনেকেই ‘ফিল্টার লাগিয়ে কেন ছবি দিয়েছেন’, ‘আপনাকে আসলে ঠিক কেমন দেখতে?’, ‘এ তো পুরো নকল’— এমন প্রচুর মন্তব্য এসেছে। কারণ প্রথম দিকে অনেকেই বুঝতে পারেননি যে, কায়রা মানুষ নয়, একটি ভার্চুয়াল চরিত্র। কায়রা মূলত আন্তর্জাতিক বিপণণ, প্রসাধন সংস্থাগুলির প্রধান মুখ হিসাবে কাজ করে। ১৮-৩০ বছর বয়সিরাই মূলত কায়রাকে নেটমাধ্যমে অনুসরণ করে থাকেন। তাঁরা প্রত্যেকেই মুম্বই, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, আমদাবাদ এবং কলকাতার বাসিন্দা। অনুগামীদের মধ্যে প্রায় ৯০ শতাংশ ভারতীয়। কায়রার অনুগামীদের মধ্যে পুরুষের চেয়ে মহিলার সংখ্যাই বেশি।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।