Yogurt

Face Pack: টক দই পচে গিয়েছে? ফেলে না দিয়ে বানিয়ে নিন ফেসপ্যাক

কী করে ব্যবহার করবেন পচে যাওয়া টক দই? সঙ্গে লাগবে কয়েকটি উপকরণ। তা হলেই বানিয়ে ফেলা যাবে ফেসপ্যাক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ২১:৫৭
Share:

প্রতীকী ছবি।

বাড়িতে পাতা টক দই মাঝেমধ্যে বেশি টকে যায়। তার থেকে অল্প গন্ধ বেরোতে থাকে। তখন আর সেই দই খাওয়া যায় না। কেউ কেউ তা রান্নায় ব্যবহার করেন। তবে সব সময়ে রান্নাতেও দেওয়া মুশকিল। হাল্কা পচে যাওয়া দই তরকারিতে দিলে গোটা রান্না নষ্ট হয়ে যাওয়ার ভয়ও যে থাকে মনের মধ্যে। কিন্তু তাই বলে কি এক বাটি দই ফেলে দেবেন?

Advertisement

দই নষ্ট না করে বরং রূপচর্চায় ব্যবহার করতে পারেন। মুখ-হাত-গলায় টক দই মাখলে ত্বকের জেল্লা বাড়বে। কী করে ব্যবহার করবেন পচে যাওয়া টক দই? সঙ্গে লাগবে কয়েকটি উপকরণ। তা হলেই বানিয়ে ফেলা যাবে ফেসপ্যাক।

প্রতীকী ছবি।

প্রথমে দই ভাল ভাবে ফেটিয়ে নিন। তার পরে ঘরোয়া কিছু জিনিস মেশাতে হবে এই দইয়ের সঙ্গে। এক চিমটি হলুদ, এক চামচ মধু এবং এক চামচ লেবুর রস দিন সেই দইয়ের বাটিয়ে। তার পর ভাল ভাবে সব ক’টি জিনিস মিশিয়ে নিন। ভাল ভাবে গোটা মুখে সেই প্যাক মেখে নিন। কিছু ক্ষণ রেখে তা শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।

Advertisement

এই ফেসপ্যাক বানিয়ে দিব্যি কয়েক দিন রেখে দিতে পারেন। রোজ স্নানের আগে সেই ফেসপ্যাক লাগিয়ে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement