Grey Hair

Grey Hair Care: মিলিন্দ সোমানের মতো কাঁচা-পাকা চুল রাখতে গিয়ে হলদে হয়ে যাচ্ছে? কী করবেন

চার দিকে চুল রং করার প্রবণতা বেড়েছে। কেউ কেউ নিজের চুলের আসল রং পছন্দও করেন। তা সে পেকে গেলেও তেমনই রাখতে চান। কিন্তু পাকা চুলের জেল্লা ধরে রাখা সহজ নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ১৯:০৫
Share:

প্রতীকী ছবি।

চার দিকে চুল রং করার প্রবণতা বেড়েছে। কেউ লাল করেন, কেউ নীল। চুল পেকে গেলে কালো রঙের আড়ালেও তা ঢাকার চল রেয়েছে যথেষ্ট। তবু কেউ কেউ নিজের চুলের আসল রং পছন্দও করেন। তা সে পেকে গেলেও তেমনই রাখতে চান। কিন্তু পাকা চুলের জেল্লা ধরে রাখা সহজ নয়। খুব সহজেই কেমন যেন হলদেটে ভাব দেখা দেয় তাতে। সেই ভয়েই অনেকে আবার চুল পাকতে শুরু করলে তাড়াতাড়ি রং করে ফেলেন। তাতে রূপ ধরে রাখা সহজ বলে মনে হয় তাঁদের। কিন্তু তেমনটা না করে, পাকা চুলের কিছুটা যত্ন নেওয়া যায়। কাঁচা-পাকা চুলে একটু জেল্লা থাকলে যেমন রূপ খোলে, তেমনই প্রকাশ পায় ব্যক্তিত্ব।

কিন্তু পাকা চুলের রং সযত্নে এক রকম রাখবেন কী ভাবে? চুলের চকচকে ভাব ধরে রাখতে হলে কয়েকটি নিয়ম পালন করা জরুরি।

১) যে কোনও শ্যাম্পু ব্যবহার করলে চলবে না। চুলের রং যে সব শ্যাম্পুতে ভাল থাকে, এমন একটি বেছে নিতে হবে নিজের জন্য।

Advertisement

প্রতীকী ছবি।

২) এর পরেই আসে ধূমপানের প্রসঙ্গ। যাঁরা ধূমপান করেন, তাঁদের হাতে নিকোটিনের দাগ পড়ে যায়। সেটি হলদেটে হয়। অতিরিক্ত ধূমপানে সে ছাপ পড়ে শরীরের বিভিন্ন অঙ্গে। চুলও বাদ যায় না। ফলে চুল ভাল রাখতে হলে ধূমপান ছাড়া জরুরি।

৩) চুল সোজা রাখতে বা শুকোতে অনেক সময়েই যন্ত্র ব্যবহার করা হয় কি? তবে তা কমানো জরুরি। এক বার চুল পাকতে শুরু করলে তার যত্নও বেশি প্রয়োজন হয়। এ সময়ে চুলে বাড়তি তাপ দিলে ক্ষতি হতে পারে। বারবার তাপ দিলে কমতে পারে চুলের জেল্লা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement