চুল পড়বে না, খুশকিও হবে না? ছবি: সংগৃহীত।
গুনতে শুরু করলে মাথার চেয়ে হয়তো ঘরের মেঝেতে বেশি চুল পাওয়া যাবে। শীত-গ্রীষ্ম-বর্ষা কোনও কালেই চুল পড়া বন্ধ হয় না। সময়বিশেষে আবার দোসর হয় খুশকি। তেল, শ্যাম্পু কোনও কিছুতেই সমস্যার সমাধান হয় না। তবে কেশচর্চা শিল্পীরা বলছেন, অ্যালো ভেরার সঙ্গে এক চিমটে কর্পূর মিশিয়ে মাখলে সমস্যার সমাধান সম্ভব। নারকেল তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে মাখার রেওয়াজ পুরনো। কিন্তু অ্যালো ভেরার সঙ্গে এই জিনিসটি কখনও মাখেননি তো? কী ভাবে মাখতে হয়, তা-ও জেনে নিন।
অ্যালো ভেরায় রয়েছে ভিটামিন এ, সি, ই। মাথার ত্বকে প্রদাহজনিত সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই ভেষজটি। সঙ্গে কর্পূর থাকলে মাথার রক্ত চলাচল ভাল হয়। হেয়ার ফলিকলে অক্সিজেন পৌঁছোয়, যা নতুন চুল গজানোর অনুকূল পরিবেশ তৈরি করে।
ছোট একটি পাত্রে ২ টেবিল চামচ অ্যালো ভেরার শাঁস, এক চিমটে গুঁড়ো কর্পূর, এক টেবিল চামচ নারকেল তেল ভাল করে মিশিয়ে নিন। যত ক্ষণ না কর্পূর একেবারে গলে যাচ্ছে, তত ক্ষণ পর্যন্ত ফেটাতে থাকুন। স্নান করার আগে এই মিশ্রণ মাথায় মেখে রাখুন অন্ততপক্ষে আধ ঘণ্টা। তার পর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দু’বার এই মাস্ক মাখলে খুশকি দূর হবে। চুল পড়ার পরিমাণ কমবে।