Shoe Care

দাম দিয়ে জুতো কিনেও টেকসই হচ্ছে না? ব্যবহারে খামতি থেকে যাচ্ছে না তো?

অনেকের মাঝেমাঝেই জুতো কেনার দরকার প়ড়ে। তবে কয়েকটি নিয়ম মেনে চললে কয়েক দিন অন্তর জুতো কেনার দরকার পড়বে না?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১৯:৩৬
Share:

ছবি: সংগৃহীত।

জুতো হল পায়ের সবচেয়ে বড় বন্ধু। জল-কাদা, রাস্তার নোংরা, আবর্জনা থেকে পা আড়ালে রাখে জুতো। এমন বন্ধু কি জীবনেও সচরাচর পাওয়া যায়? তাই ঘন ঘন বন্ধু বদল করাও ঠিক নয়। এক জুতো আজীবন ব্যবহার করা যায় না, সেটা ঠিক। কিন্তু অনেকের মাঝেমাঝেই জুতো কেনার দরকার প়ড়ে। তবে কয়েকটি নিয়ম মেনে চললে কয়েক দিন অন্তর জুতো কেনার দরকার পড়বে না?

Advertisement

রোজ এক জুতো না

শরীরের মতো জুতোরও বিশ্রাম জরুরি। রোজ এক জুতো ব্যবহার না করে মাঝেমাঝে বিশ্রাম দিন। এক সপ্তাহ পর পর যদি একটি জুতো পরতে পারেন, তা হলে জুতো ভাল থাকবে। এতে জুতো টেকসইও হবে।

Advertisement

নতুন জুতো পরেই বাইরে নয়

দোকান থেকে জুতো কিনে আনার পর প্রথমেই বাইরে বেরিয়ে যাবেন না। নতুন জুতো পরে কিছু ক্ষণ ঘরে হাঁটাচলা করে নিন। তাতে জুতো আঁটসাঁট ভাব চলে যাবে। জুতোর সঙ্গে অভ্যস্ত হওয়ার সময় চাই পায়ের।

বৃষ্টির দিনে নতুন জুতো নয়

বৃষ্টির দিনে নতুন জুতো পরে বেরিয়ে পড়তে ভাললাগলেও, সেটি করবেন না। এমন আর্দ্র আবহাওয়ায় যদি নতুন জুতো পরেন, তা হলে জুতো নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। সবচেয়ে ভাল হয় শুকনো খটখটে দিনে নতুন জুতো পরুন। তাতে জুতো ভাল থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement