জামায় লেগে যাওয়া পেনের কালি তুলবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।
মজার এক ছড়া বলতেন মা-ঠাকুমারা। ‘হাতে কালি, মুখে কালি, বাছা আমার লিখে এলি।’’
খুদের কালিমাখা হাত-মুখ সাবান দিয়ে ধোয়া গেলেও, জামা থেকে কালির দাগ চট করে উঠতে চায় না। ইদানীং অবশ্য ঝর্না কলমের চল নেই। ফলে জামায় কালি ধেবড়ে যায় না বটে, তবে ডট পেনের সরু দাগও কিন্তু তোলা কম ঝক্কির নয়। বিশেষত সাদা জামায় লাগলে তো বটেই।
কী ভাবে কালি তুলবেন?
১. কখনও ডট পেনের আঁচড় পড়ে যায় জামায়। কখনও আবার রিফিলের মুখের বলটি নষ্ট হয়ে গেলে তা থেকে কালি বেরিয়ে এসেও জামায় লাগতে পারে। যে জায়গায় কালি লেগেছে, তার নীচে একটি পেপার টাওয়েল রাখুন। একটি ড্রপারে রাবিং অ্যালকোহল নিয়ে তা ফোঁটার আকারে কলির উপর ফেলতে থাকুন। ১৫ মিনিট সেটি কাপড়ে রেখে দিন।
২. কাপড় থেকে কালি উঠলে পেপার টাওয়েল সেটি শুষে নেবে। এ ভাবে কালি অনেকটা উঠে গেলে, ঠান্ডা জলের নীচে কাপড়টি রেখে ধুয়ে নিন।
৩. কাপড়ের দাগ তোলার জন্য বিভিন্ন ধরনের তরল পাওয়া যায়। বাকি দাগ তোলার জন্য সেটি ব্যবহার করুন। তরলটি কাপড়ে লাগিয়ে বেশ কিছু ক্ষণ রেখে, কাপড় কাচার সাবান দিয়ে কেচে নিন।
৪. এর পরেও দাগ থাকলে আবার একই পদ্ধতি অনুসরণ করুন।