perfume

শরীরের কোথায় কোথায় সুগন্ধী লাগালে, তার গন্ধ থেকে যাবে সারা দিন ধরে?

শরীরের কতগুলি বিশেষ জায়গায় সুগন্ধী বা পারফিউম লাগালে, তার গন্ধ বেশি ক্ষণ টিকে থাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২১ ১৯:০০
Share:

কোথায় কোথায় দেবেন সুগন্ধী? ছবি: সংগৃহীত

দিনের শুরুতে গায়ে সুগন্ধী মেখেছেন। দুপুরের আগেই সেই সুগন্ধের রেশ মাত্র নেই! তা কি শুধুই সুগন্ধীটির দোষ? নাকি ঠিক মতো করে ব্যবহার করতে পারেননি আপনি?

Advertisement

শরীরের কতগুলি বিশেষ জায়গায় সুগন্ধী বা পারফিউম লাগালে, তার গন্ধ বেশি ক্ষণ টিকে থাকে। দেখে নিন সেগুলি কী কী।

Advertisement

কনুই: সবাই তো কব্জিতে সুগন্ধী লাগান। কিন্তু সেই সুগন্ধ খুব বেশি ক্ষণ টেকে না। বরং কনুইয়ে লাগালে তা দীর্ঘস্থায়ী হয়। কনুইয়ের উষ্ণতা শরীরের অন্য জায়গার চেয়ে সামান্য বেশি। ফলে এখান থেকে সুগন্ধও ছড়ায় বেশি।

কানের পিছনে: গলার দু’পাশে অনেকেই সুগন্ধী প্রয়োগ করেন। কিন্তু এখান থেকেও গন্ধ দ্রুত পালায়। বরং কানের পিছনে সুগন্ধী ব্যবহার করুন। তাতে গন্ধ টিকবে বেশি ক্ষণ। এই জায়গা দু’টি সারা দিনই একটু তৈলাক্ত হয়ে থাকে। তার ফলে গন্ধ ধরা থাকে বেশি ক্ষণ।

পেটে: শুনে অবাক লাগছে? কিন্তু এটাই সত্যি, পেটে সুগন্ধী লাগালে তার গন্ধ বেশি ক্ষণ টেকে। পেটের ঠিক কেন্দ্রে, অর্থাৎ নাভির চারপাশের উষ্ণতা তুলনায় বেশি হয়। ফলে সারা দিন এখানে সুগন্ধীর গন্ধ ধরা থাকে। আর ছড়িয়ে পড়ে।

হাঁটুর পিছনে: কানের পিছনেও যেমন ত্বকের তৈলাক্ত ভাব বেশি, হাঁটুর পিছনেও তাই। তাই এখানে সকালবেলা সুগন্ধী লাগালে তার গন্ধ সন্ধ্যা পর্যন্ত ধরা থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement