Shampoo

বাড়িতেই বানিয়ে ফেলুন শ্যাম্পু, রাসায়নিক নেই, চুলের ক্ষতির আশঙ্কাও নেই

রাসায়নিক বিহীন শ্যাম্পু পাওয়ার আরও একটি রাস্তা আছে। বাড়িতেই বানিয়ে নেওয়া। শুনে যতটা কঠিন মনে হয়, ততটাও নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ১৬:৫০
Share:

বাড়িতে শ্যাম্পু বানানো সম্ভব। ছবি: সংগৃহীত

শ্যাম্পু কেনার আগে এখন অনেকেই দেখে নেন, তাতে ক্ষতিকারক রাসায়নিক আছে কি না। বিশেষ করে প্যারাফিন, সালফেট জাতীয় রাসায়নিক নেই— এমন শ্যাম্পু অনেকেই কিনতে পছন্দ করেন।

Advertisement

রাসায়নিক বিহীন শ্যাম্পু পাওয়ার আরও একটি রাস্তা আছে। বাড়িতেই বানিয়ে নেওয়া। শুনে যতটা কঠিন মনে হয়, ততটাও নয়। কী ভাবে বাড়িতেই বানাবেন শ্যাম্পু? দেখে নেওয়া যাক।

উপকরণ:

Advertisement
  • ১ কাপের ৪ ভাগের ১ ভাগ জল।
  • ১ কাপের ৪ ভাগের ১ ভাগ ক্যাসটিল সাবান। স্পেনের ক্যাসটিল প্রদেশের নামানুসারে এই সাবানের নাম। মূলত জলপাই তেল থেকে এই সাবান তৈরি হয়।
  • হাফ চামচ উদ্ভিজ্জ তেল।
  • ১ চামচ অ্যালো ভেরা জেল।
  • পছন্দের এসেনশিয়াল তেল। ২ ফোঁটাই যথেষ্ট।

    কী ভাবে বানাবেন:

    সব ক’টি উপকরণকে এক সঙ্গে মিশিয়ে নিয়ে প্রথমে একটি বোতলে কয়েক দিন ভরে রেখে দিন। তার পরে সেটি পরিষ্কার শ্যাম্পুর বোতলে ভরে নিলেই তৈরি আপনার নিজের শ্যাম্পু। কোনও রাসায়নিক নেই। চুলের ক্ষতিরও আশঙ্কা নেই।

    আনন্দবাজার অনলাইন এখন

    হোয়াট্‌সঅ্যাপেও

    ফলো করুন
    অন্য মাধ্যমগুলি:
    আরও পড়ুন
    Advertisement