Indoor Plant

গাছে জল দিতে ভুলে যান? ঘর সাজাবেন কোন গাছগুলো দিয়ে

নিত্যদিনের ব্যস্ততায় অনেকেই নিয়মিত গাছে জল দিতে ভুলে যান। তবে চিন্তুার কোনও কারণ নেই। অল্প পরিচর্যায়ও দিব্যি বেড়ে ওঠে বেশ কিছু গাছ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ১৬:০৫
Share:

স্নেক প্ল্যান্ট । ছবি: সংগৃহীত

সখ করে গাছ কিনেছেন। কিন্তু কিছুতেই সেগুলো বাঁচাতে পারছেন না? নিত্যদিনের ব্যস্ততায় অনেকেই নিয়মিত গাছে জল দিতে ভুলে যান। তবে চিন্তুার কোনও কারণ নেই। অল্প পরিচর্যায়ও দিব্যি বেড়ে ওঠে বেশ কিছু গাছ। কোনগুলো জেনে নিন। গ্রীষ্মকালের জন্য এই গাছগুলো আদর্শ।

Advertisement

স্নেক প্ল্যান্ট খুব কম জলে বেঁচে থাকে এই গাছগুলো। খুব বেশি আলোরও প্রয়োজন নেই। তাই ঘরের কোণে, যেখানে সরাসরি সূর্যের আলো পৌঁছয় না, সেখানেও রাখতে পারেন এই গাছগুলো। সপ্তাহে একদিন বা কোনও কোনও সময়ে দশ দিনে একবার জল দিলেও চলে।

জি জি প্ল্যান্ট বেশি জল দিলেই বরং মরে যায় এই গাছগুলো। এই গাছের পাতার রং খুব চকচকে। তাই পড়ার টেবিলে বা বসার ঘরের সেন্টার টেবিলে রাখলে দারুন লাগবে। তবে ধুলো পড়ে গেলে দেখতে ভাল লাগে না। সে ক্ষেত্রে অল্প জলের স্প্রে করতে পারেন কিছুদিন অন্তর। কিন্তু গাছে ঘনঘন জল দেওয়া চলবে না। মাটিতে আঙুল দিয়ে দেখবেন। একদম শুকনো মনে হলে তবেই আবার জল দেবেন।

Advertisement

মানি প্ল্যান্ট বেশি যত্ন ছাড়াই নিজের মতো বেড়ে ওঠে এই লতানো গাছ। আপনি জলেও রাখতে পারেন। সপ্তাহে একদিন জলটা বদলে নিলে ভাল হয়। তবে জলে রাখলে নতুন যে পাতাগুলো গজাবে সেগুলো একটু আকারে ছোট। মাটিতে পুতে দিলে দিব্যি বেড়ে যায় মানি প্ল্যান্ট। ঘরের একটু অন্ধকার কোণেও রাখতে পারেন। তবে মাঝে মাঝে যদি বারান্দা বা বড় কোনও জানলার কাছে সরিয়ে রাখেন, তাহলে দেখবেন আরও তাড়াতা়ড়ি বেড়ে উঠছে।

জেড প্ল্যান্ট ছোট ধরনের গাছগুলোকে সাক্যুলেন্ট বলা হয়। ঘর সাজানোর জন্য আদর্শ। জেড প্ল্যান্টের পাতাগুলো ছোট ছোট হলেও বেশ ঝোপের মতো বড় হয়। জানলায় কিংবা টেবিলে রাখতে পারেন। খুব বেশি আলোর প্রয়োজন নেই গাছের। এবং আর পাঁচটা সাক্যুলেন্টের মতোই বেশি জল দিলে মরে যায় এই গাছও। তাই সপ্তাহে একদিন খুব সাবধানে অল্প জল দেবেন। আর দেখবেন জল যেন মাটিতে জমে না থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement