Today’s Sports Events

ঘরের মাঠে বছরের শেষ ম্যাচে নামল ইস্টবেঙ্গল, ক্রিকেটে ভারত বনাম বাংলাদেশ, আর কী কী

শনিবার ঘরের মাঠে এই বছর শেষ বার খেলতে নামল ইস্টবেঙ্গল। ক্রিকেটে আবার ভারত-বাংলাদেশ মুখোমুখি। মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে নামবে দুই দেশ। খেলা রয়েছে মহমেডানেরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৫
Share:

—ফাইল চিত্র।

ঘরের মাঠে আগের ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। শনিবার এই বছর ঘরের মাঠে শেষ বার খেলতে নামল ইস্টবেঙ্গল। ক্রিকেটে আবার ভারত-বাংলাদেশ মুখোমুখি। মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে নামবে দুই দেশ। খেলা রয়েছে মহমেডানেরও। খেলতে নামছে চেলসি, লিভারপুল, রিয়াল মাদ্রিদ। ভারতের মহিলা দলেরও ম্যাচ রয়েছে।

Advertisement

ঘরের মাঠে এই বছর শেষ খেলল ইস্টবেঙ্গল, সব খবর

আইএসএলে দ্বাদশ ম্যাচ খেলে ফেলল ইস্টবেঙ্গল। শনিবার যুবভারতীতে জামশেদপুর এফসির মুখোমুখি হয়েছিল অস্কার ব্রুজ়োর দল। এই বছর ঘরের মাঠে এটিই শেষ ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের। ম্যাচের পর কী বলছে লাল-হলুদ শিবির? ইস্টবেঙ্গলের সব খবর।

Advertisement

ক্রিকেটে আবার ভারত বনাম বাংলাদেশ যুদ্ধ, মেয়েদের এশিয়া সেরা হওয়ার লড়াই

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল আজ। মুখোমুখি ভারত ও বাংলাদেশ। টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা। এর আগে সুপার ফোরে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ৪৭ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতেছেন আয়ুষী শুক্লরা। আজ কি হবে? ম্যাচ শুরু সকাল ৭টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেলে।

১১ ম্যাচে একটিতে জিতে আবার নামছে মহমেডান

আইএসএলে আজ খেলতে নামছে মহমেডান। অ্যাওয়ে ম্যাচে সাদা-কালোর সামনে কেরালা ব্লাস্টার্স। ১১টি ম্যাচ খেলে মাত্র একটিতে জিততে পেরেছে মহমেডান। পয়েন্ট তালিকায় তারা সবার শেষে। আজ কি জয়ের মুখ দেখবে তারা? খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।

ইংলিশ প্রিমিয়ার লিগে মোট পাঁচ ম্যাচ, খেলবে চেলসি, লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ পাঁচটি খেলা। খেলবে চেলসি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, লিভারপুল। চেলসির সামনে এভার্টন। খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। একই সময়ে ম্যাঞ্চেস্টার খেলবে বোর্নমাউথের সঙ্গে। রাত ১০টা থেকে লিভারপুলের খেলা টটেনহ্যামের সঙ্গে। সন্ধ্যা ৭:৩০ থেকে রয়েছে ফুলহ্যাম-সাদাম্পটন, লিস্টার সিটি-উলভস ম্যাচ। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

লা লিগায় নামছে রিয়াল, লিগ জয়ের দৌড়ে ফিরে আসার লড়াই

লা লিগায় আজ রিয়াল মাদ্রিদের খেলা। সুযোগ পেয়েও লিগ জয়ের দৌড়ে পিছিয়ে পড়েছে রিয়াল। শেষ তিনটি ম্যাচে একটি হেরেছে, একটি ড্র করেছে। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ৩৭। তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। আজ খেলা সেভিয়ার সঙ্গে। রাত ৮:৪৫ থেকে। তার আগে সন্ধ্যা ৬:৩০ থেকে রয়েছে ভ্যালেন্সিয়া-আলাভেস ম্যাচ। পরে রাত ১১টা থেকে রয়েছে লাস পামাস-এসপানিয়ল, লেগানেস-ভিয়ারিয়াল ম্যাচ।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলাদের ম্যাচ

আজ থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ মহিলাদের এক দিনের সিরিজ়। টি-টোয়েন্টি সিরিজ়ে ২-১ ফলে জেতার পর এ বার তিন ম্যাচের এক দিনের সিরিজ় জয়ের লক্ষ্যে নামবে ভারত। খেলা শুরু দুপুর ১:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement