Hair care

Madhuri Dixit’s Beauty Secret: মাধুরী দীক্ষিতের রেশমের মতো চুলের রহস্য কি জানেন? সেই তেল বানাতে পারেন ঘরেই

মাধুরীর মতো রেশম ঘন চুল যে সকলের হয় না। এ দিকে ৫০ ছুঁয়েও ৩০-এর মতো দেখায় অভিনেত্রীকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২১ ১৮:১২
Share:

মাধুরী দীক্ষিত।

মাধুরী দীক্ষিতের মতো রূপ এক কালে প্রায় সব মেয়ে চেয়েছেন। এবং এখনও চান। কিন্তু ও রকম রেশম ঘন চুল যে সকলের হয় না। এ দিকে ৫০ ছুঁয়েও ৩০-এর মতো দেখায় অভিনেত্রীকে।
তবে এই পুজোর আগে জেনে নেওয়া যাক মাধুরীর রূপের রহস্য। কী মেখে এমন সুন্দর কালো চুল রেখেছেন তিনি?

Advertisement

নারকেল তেল।

ঘরেই একটি তেল বানিয়ে নেন সুন্দরী নায়িকা। সে কথা একটি ভিডিয়োয় নিজেই স্বীকার করেছেন তিনি। কী ভাবে বানাবেন সেই তেল? শিখিয়ে দিয়েছেন মাধুরী।
খুব ঘরোয়া কিছু উপকরণ প্রয়োজন। আধ কাপ নারকেল তেল। এক চা চামচ মেথি। ১৫-২০টি কারি পাতা। ১টি পেঁয়াজ কুচি।

কী করবেন এই সব উপকরণ দিয়ে? খুবই সহজ কাজ। একটি পাত্রে সব উপকরণ ঢেলে দিন। তার পরে তা ফোটাতে থাকুন। ভাল ভাবে তেল ফুটে উঠলে কিছু ক্ষণ মিশ্রণটি ঠান্ডা করুন। তার পরে একটি বোতলে তা ছেঁকে নিন। স্নানের আগে ভাল ভাবে এই তেল চুলে মেখে নিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement