Dim Shorshe

হাতে সময় কম, কিন্তু মুখরোচক কিছু রাঁধতে হবে! সর্ষের সঙ্গে ডিম দিয়ে রেঁধে ফেলুন দারুণ এক পদ

সর্ষের নাম শুনলে প্রথমেই হয়তো মাছের কথা মনে হবে। তবে স্বাদবদল করতে ডিমের সঙ্গেও সর্ষের নাম জুড়ে দেওয়া যায়, যদি রাঁধার কৌশল জানা থাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১১:৩৯
Share:
Recipe

ডিম আর সর্ষের যুগলবন্দি। ছবি: কুকপ্যাড.কম।

ডিম বলতে অজ্ঞান!

Advertisement

এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। সকাল থেকে রাত, পারলে তাঁরা ডিমের ঝুড়ি নিয়েই বসে থাকেন। সেদ্ধ, ভাজা, ভুর্জি— যা দেবেন, যে ভাবে দেবেন, তাতেই তাঁরা বেজায় খুশি। তবে কাঁহাতক আর ডিম দিয়ে সেই এক ধরনের পদ খাওয়া যায় বলুন তো! তার চেয়ে বরং কম সময়ে চট করে বানিয়ে ফেলুন ডিম-সর্ষে। রইল প্রণালী।

উপকরণ:

Advertisement

৪টি ডিম

১ কাপ টক দই

দেড় চা-চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো

স্বাদ অনুযায়ী নুন এবং চিনি

২ টেবিল চামচ ধনেপাতা কুচি

২ টেবিল চামচ সর্ষেবাটা

প্রণালী:

প্রথমে ডিমগুলি সেদ্ধ করে, খোসা ছাড়িয়ে ফেলুন। তার পর ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে সমান দু’ভাগে করে নিন।

অন্য একটি পাত্রে টক দই, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, চিনি, নুন, সর্ষেবাটা ভাল করে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন, নুন এবং চিনি যেন ভাল ভাবে মিশে যায়।

এ বার অর্ধেক করে নেওয়া ডিমগুলো একটি পাত্রে সাজিয়ে রাখুন। মশলার ওই মিশ্রণটি ডিমের গায়ে ঢেলে দিন। নাড়াচাড়া করার প্রয়োজন নেই। বরং উপর থেকে খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।

ব্যস, এটুকু করলেই কাজ শেষ। রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন গরম গরম ডিম-সর্ষে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement