Jadavpur University

যাদবপুরকাণ্ডে অবশেষে জামিন সৌপ্তিকের, আবার হেফাজতে চেয়ে পেল না পুলিশ

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আরও দু’জন ছাত্রকে গ্রেফতার করা হয়েছিল। তাঁরা আগেই জামিন পান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ২১:১৪
Share:
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। — ফাইল চিত্র।

যাদবপুরকাণ্ডে অবশেষে জামিন পেলেন ছাত্র সৌপ্তিক চন্দ। মঙ্গলবার তাঁকে জামিন দিয়েছে আলিপুর আদালত। পুলিশ তাঁকে আবার নিজেদের হেফাজতে চেয়ে দাবি করেছিল, ধৃত সৌপ্তিক চ্যাট (প্রমাণ) ডিলিট করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত তাদের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আরও দু’জন ছাত্রকে গ্রেফতার করা হয়েছিল। তাঁরা আগেই জামিন পান।

Advertisement

সৌপ্তিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। গত ১ মার্চ রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন ‘শিক্ষাবন্ধু’র অফিসে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। তাতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সৌপ্তিককে। সৌপ্তিক ছাড়া আরও দু’জন পড়ুয়াকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল। সেই নিয়ে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ।

১ মার্চ রাতেই সাহিল আলি নামে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক প্রাক্তন পড়ুয়াকে গ্রেফতার করা হয়। পরে আদালত থেকে জামিন পান তিনি। ওই একই মামলায় গত ১২ মার্চ সৌম্যদীপ ওরফে উজান নামে দর্শন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। তাঁকেও জামিন দেওয়া হয়। এ বার সৌপ্তিকও জামিন পেলেন।

Advertisement

১৯ মার্চের শুনানিতে সৌপ্তিকের আইনজীবী তাঁর জামিন চেয়ে আদালতে দাবি করেছিলেন যে, তাঁর পরীক্ষা রয়েছে। তার আগে জামিন দেওয়া হোক। তিনি আরও দাবি করেন যে, তাঁর মক্কেলের নাম এফআইআরে নেই। বরং এই ঘটনায় যে ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, তাঁদের ডাকা হোক। অভিযুক্তদের নাগাল না পেয়ে পুলিশ ভাল ভাল ছাত্রদের ডেকে পাঠাচ্ছে। পুলিশের দাবি ছিল, সৌপ্তিক প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছেন। তার পরেই আদালতে জামিনের আর্জি খারিজ হয়ে যায়। সৌপ্তিককে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার ওই ছাত্রকে জামিন দিল আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement