গুরুত্ব দিচ্ছেন কি সঙ্গী? ফাইল চিত্র
প্রেমে যখন প্রচণ্ড হাবুডুবু, তখন আরও কারও কথা ভাবে কি সঙ্গী? এ কথা তো জানা সম্ভব নয়। অন্তত যতক্ষণ না সে নিজেই তা জানাচ্ছে। তবে সেই মানুষটি মন থেকে আপনাকে কতটা গুরুত্ব দিচ্ছে, তা বুঝে নেওয়ার কিছু উপায় তো বার করতেই হয়। যাতে নিজের জীবন কোন দিকে নিয়ে যাচ্ছে, সে বিষয়ে কিছুটা হলেও আন্দাজ থাকে।
কী উপায় বার করা যায় তবে? কয়েকটি বিষয়ে আলাদা ভাবে নজর দেওয়া যেতে পারে।
সম্মান
ভালবাসা দেখানোর ভঙ্গি থাকে নানা রকম। কখনও মিষ্টি কথা, কখনও বা উপহার। তবে সেই আদানপ্রদান হচ্ছে কতটা সম্মাজনক ভাবে, তা দেখতে হবে। একে অপরকে সম্মান দেখানো হচ্ছে কি না, তা বোঝা জরুরি।
আলোচনা
প্রেমিক বা প্রেমিকা সব কথা বলবে, এমন দাবি রাখা ঠিক নয়। কতটা বললে সব বলা হয়, তা-ই বা কে জানে! তবে বড় কোনও পদক্ষেপ করার আগে আলোচনা করছে কি না, সবটা জানাচ্ছে কি না, তা বোঝা প্রয়োজন।
খোঁজখবর
শুধু সুন্দর মুহূর্তেই সঙ্গে থাকে, নাকি নিয়মিত খোঁজ নেয়? মন থেকে ভেবে দেখতে হবে, প্রয়োজনের সময়ে তাকে পাশে পাওয়া যাবে তো? যদি মনে হয় যে, কঠিন সময়ে আসলে খবর দিতেই পারা যাবে না এই মানুষটিকে, তবে তা চিন্তার।