Make Up Tips

পার্টিতে যাওয়ার সময়ে মুখে ক্লান্তি! মাত্র কয়েক মিনিটে ফিরে পান ত্বকের জেল্লা

সারা দিন অফিসে খাটাখাটনির পরে কোনও পার্টি বা বিয়ে বাড়ি যাওয়ার রয়েছে। কিন্তু আয়নার সামনে দাঁড়াতেই দেখলেন মুখে শুধুই ক্লান্তির ছাপ। কাজল থেকে হাইলাইটার, ব্লাশ সমস্ত ব্যবহার করেও কোনও লাভ হল না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জুন ২০১৯ ১০:২৮
Share:

মেক আপ শুরু করার ঘণ্টা খানেক আগে অলিভ অয়েল মাসাজ করে নিন মুখে

সারা দিন অফিসে খাটাখাটনির পরে কোনও পার্টি বা বিয়ে বাড়ি যাওয়ার রয়েছে। কিন্তু আয়নার সামনে দাঁড়াতেই দেখলেন মুখে শুধুই ক্লান্তির ছাপ। কাজল থেকে হাইলাইটার, ব্লাশ সমস্ত ব্যবহার করেও কোনও লাভ হল না।

Advertisement

অনেকেই এই সমস্যা কাটাতে পার্লারে ছোটেন। কিন্তু মুখে ক্লান্তির ছাপ আবার ঘুরে ফিরে আসে। আর মুখ দেখেই যদি বোঝা যায় আপনি স্ট্রেসড, তা হলে যতই সাজুন মনের মতো দেখতে লাগবে না। বিশেষ করে গ্রীষ্মে এই সমস্যা বেশি হয়।

তবে একটু ভাবলে সব সমস্যারই সমাধান খুঁজে পাওয়া যায়। ক্লান্তির জন্য কোনও অনুষ্ঠানে যাবেন না, তা তো হতে পারে না। তাই জেনে নিন মাত্র কয়েক মিনিটেই নিজের ফ্রেশ লুক ফিরে পাবেন কী ভাবে।

Advertisement

আরও পড়ুন: কনট্যাক্ট লেন্স পরে চোখের মেকআপ! মাথায় রাখুন এই বিষয়গুলি

রইল কিছু টিপস-

১) মেক আপ শুরু করার ঘণ্টা খানেক আগে অলিভ অয়েল মাসাজ করে নিন মুখে। এতে ত্বকের জেল্লা সহজেই বাড়বে। এতে অ্যান্টি অক্সিড্যান্ট থাকে যা ত্বকে পুষ্টি জোগায়।

২) মেক আপ শুরু করার আগে মুখে ক্লান্তি থাকুক বা না থাকুক, অবশ্যই একটু গোলাপ জল স্প্রে করে নিন। এতে অল্প সময়েই ভিতর থেকে তরতাজা অনুভব করা যায়। এ ছাড়া ত্বকও ফ্রেশ লাগে।

আরও পড়ুন: ঋতুস্রাব চলাকালীন পেটে অসহ্য যন্ত্রণা, ওষুধ না খেয়ে কী করবেন জানুন

৩) মেক আপ করেও অনেক সময়ে মুখ ড্রাই লাগে। তাই ত্বকে হাইলাইটার ব্যবহার করা হয়। কিন্তু মেক আপ শুরুর আগেই যদি চিকবোনে ও চোখের পাতায় অল্প পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নেন, তা হলে মুখে ঔজ্জ্বল্য আসবে।

৪) মেক আপ শুরুর আধ ঘণ্টা আগে আলু, শশা ও টোম্যাটোর রস দিয়ে মুখ ধুয়ে নিন। অথবা এই তিনটির রস একটু আটার সঙ্গে মিশিয়ে মুখে প্যাক বানিয়ে মুখে লাগাতে পারেন। ত্বক তরতাজা লাগবে।

৫) যাঁদের অতিরিক্ত ড্রাই স্কিন তাঁরা মেক আপ শুরু করার এক ঘণ্টা আগে একটু টক দইয়ের মধ্যে মধু মিশিয়ে তা মুখে ফেসপ্যাকের মতো করে লাগান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement