রকুলপ্রীতের রূপরহস্য! ছবি: সংগৃহীত।
বি-টাউনে চর্চিত মুখ রকুলপ্রীত সিংহ। তাঁর নির্মেদ চেহারা, লাবণ্যময় মুখ নিয়ে যথেষ্ট উৎসাহ অনুরাগী মহলে। তবে সৌন্দর্য ধরে রাখতে ‘দে দে পেয়ার দে’-র নায়িকা কী করেন, জানলে অবাক হবেন অনেকেই।
সৌন্দর্য ধরে রাখা মুখের কথা নয়, সকলেই জানেন। বিশেষত অভিনেতা-অভিনেত্রীদের এই ব্যাপারে সচেতন থাকতে হয়। উপযুক্ত ডায়েট এবং শরীরচর্চা তাঁদের দৈনন্দিন জীবনের অঙ্গ। কিন্তু রূপচর্চা? সম্প্রতি একটি পডকাস্টে রকুল জানিয়েছেন তাঁর রূপ-রহস্য। নামী-দামি প্রসাধনী নয়, বরং ঘরোয়া উপাদানই তিনি ত্বকের লাবণ্য ধরে রাখতে বেছে নেন।
এমনিতে ক্লিনজ়িং, টোনিং, ময়েশ্চারাইজ়িং করেন তিনি নিয়ম মেনে। আর মুখে ফোলাভাব থাকলে ব্যবহার করেন বরফ জল। অভিনেত্রী বলছেন, ‘‘আমার ত্বকচর্চার রুটিন অত্যন্ত সাধারণ। ঘুম থেকে উঠে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিই। তার পর ক্লিনজ়িং, টোনিং, ময়েশ্চারাইজ়িং করি। যদি মনে হয় মুখ ফোলা লাগছে, বরফ জলে কিছু ক্ষণ মুখ ডুবিয়ে রাখি।’’
নায়িকারা শুধু শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকেন না বা দামি গাড়িতে ঘোরেন না। রোদে পুড়ে তাঁদের শুটিং করতেও হয় অনেক সময়ে। স্বাভাবিক ভাবে ত্বকে ট্যানও পড়ে যায়। রোদে পোড়া কালচে দাগ তুলতে অবশ্য পুরনো দিনের টোটকাই বেছে নেন রকুল। এ ব্যাপারে তাঁর পছন্দ টম্যাটো এবং আলুর রস। যা তুলোর সাহায্যে মুখে মেখে নেন তিনি।
শুটিংয়ের চড়া আলো, মেকআপের ফলে কখনও কখনও ত্বক রুক্ষ হয়ে ওঠে। তখন ভরসা করেন কলায়, বলছেন অভিনেত্রী। পাকা কলা, দুধের সর, মধু এবং লেবুর রস মিশিয়ে বানিয়ে ফেলেন ঘরোয়া প্যাক। তা দিয়েই রূপচর্চা সারেন রকুল।
দক্ষিণী ছবির পাশাপাশি হিন্দি চলচ্চিত্র জগতে গত কয়েক বছরে জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী। বলিউডের অন্যান্য নায়িকাদের মতোই তাঁর রূপ, সৌন্দর্য, পোশাক, সাজ সব সময়েই চর্চায় থাকে। চুলের যত্নেও ঘরোয়া প্যাকই ব্যবহার করেন অভিনেত্রী। অ্যাভোকাডো এবং পাকা কলা মিশিয়ে চুলে মাখেন তিনি। কখনও কখনও যোগ করেন ডিম।
শুধু কি সামান্য রূপচর্চাতেই নজরকাড়া রূপ মেলে? রকুল বলছেন, ‘‘আপনি কি খাচ্ছেন, সেটাও কিন্তু প্রতফলিত হয় ত্বকে, শরীরে।’’ অর্থাৎ পুষ্টিকর এবং পরিমিত পরিমাণে খাওয়া যে জরুরি, সেটাই বোঝাচ্ছেন নায়িকা।