Howrah’s Garbage Crisis

জঞ্জালমুক্ত হচ্ছে হাওড়া, সাফাই অভিযান চলছে জোরকদমে! মঙ্গল থেকে বাড়ি বাড়ি যাবেন পুরকর্মীরা

মঙ্গলবার থেকে শহরের আরও ১৪টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে জঞ্জাল সংগ্রহ করবেন পুরকর্মীরা। আগে ১১টি ওয়ার্ডে সেই কাজ হত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৯:১৯
Share:
Garbage clearance work completed from most parts of Howrah city

হাওড়ায় জঞ্জাল সাফাইয়ের কাজ করছেন পুরকর্মীরা। —নিজস্ব চিত্র।

আশ্বাস মিলেছিল আগেই। এ বার সেইমতোই কাজ চলছে হাওড়া শহরে। জঞ্জাল-যন্ত্রণা থেকে মুক্তি মিলছে শহরবাসীর। সাফাই-সমস্যা সমাধানে খুশি তাঁরা!

Advertisement

বেলগাছিয়ার ভাগাড় এলাকায় ধসের কারণে হাওড়া শহরের বাসিন্দাদের কাছে মূল সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল জমা জঞ্জাল। ভ্যাটে স্তূপাকার আবর্জনা। সেই জঞ্জাল ভ্যাট থেকে উপচে পড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে রাস্তায়। সেই জঞ্জাল মাড়িয়েই যাতায়াত করতে হচ্ছিল সাধারণ মানুষকে, সেই সঙ্গে দুর্গন্ধ! গত কয়েক দিন শহরের বিভিন্ন এলাকার ছবি ছিল এমনই। তবে সোমবার থেকে সেই ছবি পাল্টাতে শুরু করেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে সাফাইকাজ। পুরসভা সূত্রে খবর, শহরের অধিকাংশ জায়গার আবর্জনাই পরিষ্কার করা হয়েছে। বাকি জায়গাগুলো দু’-এক দিনের মধ্যেই সাফাই হয়ে যাবে। অধিকাংশ গুরুত্বপূর্ণ রাস্তাই এখন জঞ্জালমুক্ত।

শুধু তা-ই নয়, মঙ্গলবার থেকে শহরের আরও ১৪টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে জঞ্জাল সংগ্রহ করবেন পুরকর্মীরা। আগে ১১টি ওয়ার্ডে সেই কাজ হত। সোমবার হাওড়ার জঞ্জাল সমস্যা নিয়ে বৈঠকে বসেছিল পুরসভা। সেই বৈঠকেই বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহের বিষয়টি চূড়ান্ত হয়। পুরসভার কমিশনার-সহ অন্য আধিকারিকেরা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। মুখ্য পুর প্রশাসক সুজয় চক্রবর্তী জানিয়েছেন, যে সব এলাকায় আবর্জনা ফেলার জন্য ডাম্পার বসানো হবে সেই সব এলাকা পরিদর্শন করা হয়। বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করে আবর্জনা ওই ডাম্পারের ফেলা হবে। তার পর সেই ডাম্পার নিয়ে যাওয়া হবে কলকাতার ধাপায়। হাওড়ার আবর্জনা সেখানেই ফেলা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement