Kunal Kamra Controversy

‘গদ্দারকাণ্ড’: সমন এড়িয়েছেন কুণাল, এ বার কৌতুকশিল্পীর বাড়ি গেল মুম্বই পুলিশ

গত ২৪ মার্চ শিবসেনা বিধায়ক মুরজি পটেলের অভিযোগের ভিত্তিতে কুণালের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। তার মধ্যে গত শনিবার আরও তিনটি অভিযোগ কুণালের বিরুদ্ধে জমা পড়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৯:২২
Share:
Mumbai police reach Kunal Kamra\\\\\\\'s home amid Eknath Shinde joke row

কৌতুকশিল্পী কুণাল কামরা। —ফাইল চিত্র।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে ‘গদ্দার’ বলে বিপাকে পড়েছেন কৌতুকশিল্পী কুণাল কামরা। সোমবার তাঁর বাড়িতে যান মুম্বই পুলিশের আধিকারিকেরা। উপর্যুপরি সমন পাঠানোর পরেও হাজিরা এড়িয়েছেন কুণাল।

Advertisement

সম্প্রতি ‘নয়া ভারত’ নামের একটি অনুষ্ঠানে বর্তমান ভারতের রাজনৈতিক অবস্থা নিয়ে বিদ্রুপাত্মক কিছু মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে। শিন্দের অবস্থান বদল নিয়ে কটাক্ষ করেন বলেও অভিযোগ। কুণালেরই পোস্ট করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জনপ্রিয় হিন্দি গানের নকল করে শিন্দের অঙ্গভঙ্গি এবং শারীরিক গঠন বর্ণনা করছেন তিনি। এক জায়গায় শিন্দেকে ‘গদ্দার’ বলেও উল্লেখ করা হয়। যদিও সেখানে কোথাও কুণালকে শিন্দের নাম করতে শোনা যায়নি। (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে জাতীয় রাজনীতিতে। তাঁর বিরুদ্ধে একের এক অভিযোগ দায়ের হচ্ছে থানায়।

গত ২৪ মার্চ শিবসেনা বিধায়ক মুরজি পটেলের অভিযোগের ভিত্তিতে কুণালের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। তার মধ্যে গত শনিবার আরও তিনটি অভিযোগ কুণালের বিরুদ্ধে জমা পড়েছে। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন জলগাঁও শহরের মেয়র, নাসিকের এক ব্যবসায়ী এবং এক হোটেল মালিক।

Advertisement

এফআইআর দায়ের করার পর কুণালকে দু’বার সমন পাঠিয়েছিল পুলিশ। কিন্তু তিনি হাজিরা এড়িয়েছেন। মুম্বই পুলিশের কাছে সময় চেয়েছিলেন কুণাল। পুলিশ তাঁর আবেদন নাকচ করে দিয়ে জানায়, ৩১ মার্চের মধ্যে খার থানায় তাঁকে হাজির হতে হবে। কিন্তু সময় পেরিয়ে গেলেও সোমবার তিনি হাজিরা দেননি। তার পরই মুম্বই পুলিশের আধিকারিকেরা কুণালের বাড়ি যান।

অন্য দিকে, কুণাল রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থও হয়েছেন। মাদ্রাজ হাই কোর্টে তাঁর আইনজীবী জানান, থানায় হাজিরা দিলে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করছেন কুণাল। তাই তাঁর রক্ষাকবচ প্রয়োজন। আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন কুণাল। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। শর্তসাপেক্ষে তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়েছে আগামী ৭ এপ্রিল পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement