Pets

একই বাড়ির দুই পোষ্যে অহরহ ঝগড়া চলছে, এই লড়াই থামাতে কী করবেন?

এই সব সময়ে মালিকেরা পড়েন মহা ঝামেলায়। কিন্তু এই ঝামেলা সামলানো সম্ভব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ মে ২০২১ ১৮:৫১
Share:

ঝগড়ায় জড়িয়ে পড়ছে কি ওরা? ছবি: সংগৃহীত

বাড়িতে যেমন দুই ভাই বা বোন থাকলে ঝগড়া হতে পারে, তেমনই পোষ্যদের ক্ষেত্রেও। বিশেষ করে দু’টি কুকুর বা দু’টি বিড়াল থাকলে মাঝে মধ্যেই বিরাট বিবাদে জড়িয়ে প়ড়ে তারা। সাধারণ হালকা ঝগড়া ঊর্ধ্বে উঠে রীতিমতো রক্তারক্তিও হয়ে যায়। আর এই সব সময়ে মালিকেরা পড়েন মহা ঝামেলায়। কিন্তু এই ঝামেলা সামলানো সম্ভব। কী করে? জেনে নিন।

Advertisement

কী থেকে বুঝবেন, সাধারণ ঝগড়া নয়:

  • এক জনের সঙ্গে আপনি কথা বললেই, অন্য জন রেগে যাচ্ছে, বিরক্ত হচ্ছে।
  • একজনের রক্ত না বেরোনো পর্যন্ত অন্য জন তাকে আঘাত করেই যাচ্ছে, কামড়েই যাচ্ছে।
  • খেলনা নিয়ে দু’জনে মাঝেমাঝেই ঝগড়া শুরু করছে।
  • এক জন অন্য জনকে দেখে ভয় পাচ্ছে। দেখলেই লুকিয়ে পড়ছে।
Advertisement

কখন এমন ঝগড়া:

  • এক জনের সঙ্গে অন্য জনের ভাল করে পরিচয় হয়নি।
  • ওদের চাহিদা পূরণ হচ্ছে না।
  • ওদের কোনও এক জন বা দু’জনই উৎকণ্ঠার মধ্যে রয়েছে। একা হয়ে যাওয়ার ভয় পাচ্ছে।

এই ঝগড়া থামানোর উপায়:

  • ঝগড়া চলতে থাকলে, দু’জনকে সম্পূর্ণ আলাদা করে দিতে হবে।
  • আপনাকেই খুঁজে দেখতে হবে, সমস্যাটা কী নিয়ে। কোনও খেলনা, নাকি খাবারদাবার, নাকি আদর?
  • দরকারে মুখে জালের মাস্ক পরাতে হবে।
  • দু’জনের মধ্যে বন্ধুত্বের জন্য এক সঙ্গে হাঁটতে নিয়ে বেরোতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement